র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯, স্পেশাল কোম্পানী সিলেট ক্যাম্পের এএসপি আফজাল হোসেনের নেতৃত্বে একটি অভিযানিক দল বৃহস্পতিবার (১৯ জুলাই) এসএমপি শাহ্পরাণ থানার ইসলামপুর নাথপাড়া পয়েন্টস্থ রতন মণি মার্কেটের সামনে থেকে ৩ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে।
আটককৃতরা হচ্ছে সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার ধামুরাই গ্রামের (বর্তমানের শাহপরান এলাকার পূর্ব বাগপাড়া ফারুকের কলোনীর ভাড়াটিয়া) মৃত আব্দুল খালেকের ছেলে সোহেল আহমদ (২৭), একই উপজেলার মরিচা গ্রামের (বর্তমানে শাহপরাণ থানার লালখান টঙ্গির বাসিন্দা) মো: আব্দুল জলিলের ছেলে জাকির হোসেন (২২), সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার জিয়াপুর গ্রামের (বর্তমানে শাহপরাণ থানার খাদিমপাড়া সুচনা কমিউনিটি সেন্টারের ঝাড়–দার) গয়েছ আলীর ছেলে নাসিম আহমেদ (২২)।
র্যাব-৯ সিলেটের সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া সিনিয়র এ এসপি মাঈন উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, এসএমপি শাহ্পরাণ থানার ইসলামপুর নাথপাড়া পয়েন্টস্থ রতন মণি মার্কেটের সামনে অভিযান চালিয়ে রাস্তার উপর থেকে ৩ অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
এসময় তাদের কাছ থেকে একটি বিদেশী রিভলবার উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা রিভলবার ক্রয় বিক্রয় এবং বিভিন্ন সময় সন্ত্রাসী কাজে ব্যবহার করে থাকে বলে স্বীকার করে। উদ্ধারকৃত অস্ত্রসহ আটককৃতদের এসএমপির শাহ্পরাণ থানায় হস্তান্তর করা হয়েছে। বিজ্ঞপ্তি
জগন্নাথপুর টুডে/বিপ্লব