র্যাবের অভিযানে ভারতীয় মদসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার(২১ জুলাই) রাত আড়াইটায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কমান্ডার এএসপি আব্দুল খালেকের নেতৃত্বে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার বাগবেড় বাজারের মোক্তার মিয়ার সেমিপাকা টিনসেড ঘরের উত্তর পাশ থেকে ৯০ বোতল ভারতীয় মদসহ পেশাদার মাদক ব্যবসায়ী আমিন মিয়াকে (২৬) গ্রেফতার করা হয়।
সে ঐ এলাকার মোঃ মোক্তার মিয়ার ছেলে। গ্রেফতারকৃত আমিন মিয়া দীর্ঘদিন যাবত আইনশৃঙ্খলা বাহিনী ও লোক চক্ষুর অন্তরালে সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় মাদক বিক্রয় করে থাকে। তার গড়ে তোলা মাদক চক্রের মাধ্যমে যুবসমাজকে ধ্বংসের দিকে ধাবিত করছে। উদ্ধারকৃত মদসহ আমিন মিয়াকে বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। বিজ্ঞপ্তি
জগন্নাথপুর টুডে/বিপ্লব