স্টাফ রিপোর্ট ঃ- মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে সুখী, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক দেশ গড়ার প্রত্যয় নিয়ে সারা দেশের মতো বিপুল উৎসাহ উদ্দীপনায় জগন্নাথপুর উপজেলা প্রশাসনের বর্ণিল আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়।
শুক্রবার প্রত্যুষে কেন্দ্রীয় শহীদ মিনারে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়।
শহীদ মিনারে এবং পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সকাল আট টায় বর্ণিল সাজে সাজানো স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন শেষে দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার সাজেদুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান।
পরে স্কাউট, গার্লস গাইড এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত হয়। পরে বিজয়ী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং পুলিশ ও আনসার সদস্যদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।
সকাল সাড়ে এগারোটায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলার নির্বাহী অফিসার সাজেদুল ইসলামের সভাপতিত্বে ও এলজিইডি অফিসের হিসাব রক্ষক ধীরেন্দ্র সূত্রধরের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সূধন ধর, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আতাউর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, পৌর সভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছদরুল ইসলাম সহ আরো অনেকে।
সংবর্ধনা অনুষ্ঠানে থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান সংবর্ধিত বীর মুক্তিযোদ্ধাদের প্যারেড ‘স্যালুট’ প্রদান করেন। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি অফিসার ইনচার্জ মিজানুর রহমানরে শ্রদ্ধা প্রদানে মুক্তিযোদ্ধাসহ সুধীজন অভিভূত হয়েছেন।
এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বঙ্গবন্ধুর ম্যুড়ালে ডা: মধু সূধন ধরের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পন করা হয়।
এসময় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিতসক বৃন্দ উপস্থিত ছিলেন।
দুপুর দেড়টায় হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। এসময় হাসপাতালের আরএমও ডা: সায়খুল ইসলাম নার্সিং সুপারভাইজার খুদেজা বেগম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীবৃন্দ সংগীত পরিবেশন করেন এছাড়াও লেডিস ক্লাবের আয়োজনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।জটুডে/ এহাই