স্টাফ রিপোর্ট ঃ- বাংলাদেশের সুনামখ্যাত সংস্হা গ্রামীণ ব্যাংক সুনামগঞ্জ যোনের জগন্নাথপুর এরিয়ার পক্ষ থেকে শীতার্ত সংগ্রামী সদস্যদের মাঝে শীত বস্রের কম্বল বিতরণ করা হয়েছে।
গ্রামীণ ব্যাংক সুনামগঞ্জ যোনের জগন্নাথপুর এরিয়ার ১১টি শাখার শীতার্ত সংগ্রামী সদস্যদের মাঝে শীত বস্রের কম্বল বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে সুনামগঞ্জ যোনের সুযোগ্য যোনাল ম্যানেজার মোহাম্মদ মোশারেফ হোসেন , যোনাল অডিট অফিসার মোঃ বাবর আলী,এরিয়া ম্যানেজার বিপুল চন্দ্র রায় সহ সহকর্মীবৃন্দ এবং সদস্য ও গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
জটুডে / এ হাই