স্টাফ রিপোর্ট ঃ-
বাংলাদেশের নোবেল বিজয়ী একমাত্র প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক সুনামগঞ্জ যোন জগন্নাথপুর এরিয়া অফিসের উদ্যোগে জগন্নাথপুর এরিয়ার ১১টি শাখার সংগ্রামী সদস্য শীতার্তদের মধ্যে শীত বস্ত্রের কম্বল বিতরণ সম্পন্ন হয়েছে।
শনিবার (৭ জানুয়ারী) শীত বস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন গ্রামীণ ব্যাংক সুনামগঞ্জ যোনের যোনাল ম্যানাজার মোহাম্মদ মোশারেফ হোসেন। যোনাল অডিট অফিসার মোঃ বাবর আলী, জগন্নাথপুর এরিয়া ম্যানেজার বিপুল চন্দ্র রায়।
এসময় গ্রামীণ ব্যাংকের স্ব-স্ব শাখা অফিসের সহকর্মী বৃন্দ, সদস্য-সদস্যা এবং এরিয়ার এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
গ্রামীণ ব্যাংক জগন্নাথপুর এরিয়া ম্যানেজার বিপুল চন্দ্র রায় জানান, সুনামগঞ্জ যোন এর প্রতিটি শাখায় গত ৭ জানুয়ারি থেকে ৯জানুয়ারি পর্যন্ত গ্রামীণ ব্যাংক সংগ্রামী শীতার্ত সদস্য সদস্যাদের মধ্যে শীত বস্ত্রের কম্বল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
ভবিষ্যতেও সংস্থার মহতি কার্যক্রম চলমান থাকবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।
জটুডে /এহাই