স্টাফ রিপোর্ট:
সুনামগঞ্জ সদর উপজেলাধীন সিলেট-সুনামগঞ্জ-দিরাই সড়ক এলাকায় ৭০ কেজি গাঁজা ও একটি নোহা গাড়ি আটক করা হয়েছে। বুধবার(২৫ জুলাই) গভীর রাতে উপজেলার কাঠইর ইউনিয়নের দিরাইর সড়ক এলাকা থেকে এগুলো আটক করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিক্তিতে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবিবুল্লার নেতৃত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা পুলিশের একটি টিম এ অভিযান চালায়।
এ সময় অভিযানের টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গাঁজা ও গাড়ি ফেলে পালিয়ে যায়। জব্দকৃত গাঁজার বাজার মূল্য ১২ লাখ ৬০ হাজার টাকা ও নোহা গাড়ির আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা।
অভিযানে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি শহীদুল্লাহ, ডিভি পুলিশের ওসি কাজি মুক্তাদির আহমদ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক সাজেদুল হাসান, পরিদর্শক মোঃ শোয়েব আহমদ চৌধুরী প্রমূখ।
বৃহস্পতিবার(২৬ জুলাই) সকালে জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
জগন্নাথপুর টুডে/বিপ্লব