তৈয়ববুর রহমান বিশেষ প্রতিনিধি ঃ জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের সাচায়ানী নন্দীর গাঁও গ্রামের স্টুডেন্ট ওয়েলফেয়ার ট্রাস্টের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শতাধিক সাধারণ শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থসহ কুরআন শরীফ উপহার এবং চার শতাধিক রোজাদারদের অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ এপ্রিল) সাচায়ানী শাহী ঈদগাহ মাঠে এ উপলক্ষে আলোচনা সভায় ট্রাস্টের সভাপতি সাইদুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুয়েব মামুনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক তৈয়বুর রহমান,।
প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষা ফাউন্ডেশনের সুনামগঞ্জ জেলার চেয়ারম্যান তাহমিদ আহমদ,।
বিশেষ অতিথির বক্তব্য রাখের শাহজালাল জামেয়া দ্বীনিয়া মাদরাসার ভারপ্রাপ্ত সুপার লুৎফুর রহমান, শ্রীরামসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক,
জেলা শিক্ষা ফাউন্ডেশনের সদস্য আশিক বিল্লাল সাদেক,উপদেষ্টা সাজ্জাদুর রহমান, ব্যাংকার তওহিদুল ইসলাম, মাওলানা আজিজুর রহমান, সমাজ সেবক ফখর উদ্দিন সহ আরো অনেকে।
এ সময় সমাজ সেবক নুরুল ইসলাম, রাকাব আহমেদ শিশির,আবু তাহের উজ্জ্বল আহমদ,রুবেল আহমেদ ,অজুদ আলী,আমির আলী, আয়না মিয়া,রুস্তুম মিয়া,সুলেমান আলী,
আইয়ুব আলী,জুনেদ মিয়া,মুহিবুর রহমান, রাজ্জাক মিয়া সহ এলাকার মুরুব্বিয়ান, যুবক,ট্রাস্টের সদস্য এবং শিক্ষার্থীরা উপস্হিত ছিলেন।
বক্তারা স্টুডেন্ট ওয়েল ফেয়ার ট্রাস্টের শিক্ষা সহ আর্থ মানবতার সেবায় অনন্য ভূমিকার জন্য সংশ্লিষ্টদের প্রতি অভিনন্দন জানান।
এবং ট্রাস্টের মহতি উদ্যোগ ভবিষ্যতে আরো ব্যাপক ভাবে ছড়িয়ে যাবে এমনটাই প্রত্যাশা করে অনুষ্ঠানে বিভিন্ন কার্যক্রমে আর্থিক ভাবে সহযোগিতা করায় দেশ ও প্রবাসে বসবাসরত শিক্ষানুরাগী দানশীল ব্যক্তিদের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।
এদিকে নগদ অর্থ সহ কুরআন শরীফ উপহার এবং ইফতার মাহফিলে আর্থিকভাবে সহযোগিতা করেন সাচায়ানী গ্রামের যুক্তরাজ্য প্রবাসী শাহ মো: আনোয়া হোসেন, মালিক মিয়া,হোসাইন আহমেদ বাচ্চু
,রিপন আলী, সুহেব মামুন, আইনুল হক,শাহ শামিম আহমেদ, ,ইউসুফ আলী,শামীম আহমদ রাজ
,পাটলী চক গ্রামের এম এ মতিন,রানীগঞ্জের নোয়াগাঁও গ্রামের নাহিদ মিয়া,সাচায়ানী গ্রামের ফ্রান্স প্রবাসী আলী আহমেদ রাসেল
,আবদাল হোসেল(খেলু),সৌদি আরব প্রবাসী আমিনুল ইসলাম কনু, সিরাজ মিয়া,আলীপুর গ্রামের সুমন মিয়া, সাচায়ানী গ্রামের ইতালী প্রবাসী জনি মিয়া,আসিফ ইকবাল, সাজ্জাদ মিয়া,শাহিন মিয়া, রুবেল আহমেদ,
আব্দুল হোসেন,রুহেল আহমেদ টিপু,মুহিবুর রহমান মানিক জয়,দেলোয়ার হোসেন,মুহিত মিয়া,জিলু মিয়া,
আয়েশা বিবি,শেফালী বেগম,ট্রাস্টের সদস্যসহ আরো অনেকে।
পরে বিশেষ মোনাজাত পরিচালনা করেন সাচায়ানী আল মদিনা জামে মসজিদের ইমাম মাওলানা শরিফ উদ্দিন।
জটুডে /এ হাই