স্টাফ রিপোর্ট ঃ সিলেট বিভাগের ৩৯টি থানার মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী।
পুলিশ হেডকোয়ার্টার্স এর নির্দেশনা মোতাবেক মানদন্ডের বিচারে গত এপ্রিল হতে জুন/২০২৩খ্রিঃ তিন মাসের মানদন্ডে মৌলভীবাজার সদর মডেল থানার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী নির্বাচিত হয়েছেন।
থানার সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদকদ্রব্য উদ্ধার, অস্ত্র উদ্ধার, মামলার রহস্য উদঘাটন সহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখায় এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় সোমবার (১০ জুলাই) সিলেট বিভাগ কর্তৃক মাসিক অপরাধ সভায় ডিআইজি শাহ মিজান শফিউর রহমান বিপিএম (বার), পিপিএম সেবা এই পুরষ্কার প্রদান করেন।
এসময় সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) নাবিলা জাফরিন রীনা, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপস) এম এ জলিল, আরআরএফ কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) মো. হুমায়ুন কবীর, পুলিশ সুপার (এডমিন এন্ড ফিন্যান্স) মো. জেদান আল মুসা, সিলেট জেলা পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন, মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া,
হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলী, সুনামগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ্, সুনামগঞ্জের ইনসার্ভিস ট্রেনিং সেন্টার কমান্ড্যান্ট (পুলিশ সুপার) নিকুলিন চাকমা, হবিগঞ্জের ইনসার্ভিস ট্রেনিং সেন্টার কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মো. আব্দুল হান্নান,
সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সহকারী পুলিশ সুপার (ক্রাইম) মো. নাজিম উদ্দিন, সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি) বায়েজিদ বিন মনসুর সহ থানার অফিসার ইনচার্জ গণ সহ জেলা পুলিশ ও রেঞ্জ কার্যালয়ের কর্মকর্তাগণ উপস্হিত ছিলেন।
উল্লেখ্য, মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী মৌলভীবাজার সদর মডেল থানায় যোগদান করার পর দুইবার জেলার শ্রেষ্ঠ এবং সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানায় কর্মরত থাকা অবস্থায় সপ্তম বার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন।
অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী তিনি তার শ্রেষ্ঠত্বের এই অর্জন মৌলভীবাজার সদর মডেল থানার সকল অফিসার ও ফোর্সদের দিনরাত অক্লান্ত পরিশ্রমের ফলেই অর্জন করা সম্ভব হয়েছে বিধায় সিলেট বিভাগের এই শ্রেষ্ঠত্বের অর্জন মৌলভীবাজার সদর মডেল থানার সকল অফিসার ও ফোর্সকে উৎসর্গ করা হয়।
জটুডে/ এহাই