স্টাফ রিপোর্ট ঃ জগন্নাথপুর উপজেলার রতিয়ারপাড়া গ্রামের সারেং বাড়ির কৃতি সন্তান যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রবীণ নেতা,সুনামগঞ্জ জেলা সমিতি ইউকের চেয়ারম্যান,যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি নেতা সমাজসেবক আব্দুল আলী রউফের ছোট ভাই আবু বক্কর (৬৫) ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি,,,,,,,,, রাজিউন।
শনিবার(৯ জুলাই) বিকেল তিনটায় রতিয়ারপাড়া সারেং বাড়িস্হ নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে, ছয় মেয়ে সহ অসংখ্য আত্মীয়স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।
আকষ্মিক মৃত্যুর খবর জানাজানি হলে সারেং বাড়িতে শতশত শোকার্ত মানুষের ঢল নামে।
ঐ দিন সন্ধ্যা সাড়ে সাতটায় রতিয়ারপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে মরহুম আবুবক্কের নামাজের জানাযা অনুষ্ঠিত হয়।
নামাজের জানাযা পূর্ব মরহুমের স্মৃতি চারণ এবং রুহের মাগফিরাত কামনা করে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক সহ স্হানীয় গন্যমাণ্য ব্যাক্তিবর্গ।
পরে সারেং বাড়িস্হ পারিবারিক কবরস্হানে দাফন সম্পন্ন করা হয়।
জটুডে /এহাই