র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল পরিত্যক্ত অবস্থায় ৩০ কেজি গাঁজা উদ্ধার করেছে। শনিবার (২৮ জুলাই) বিকাল সাড়ে ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকারের নেতৃত্বে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা এলাকায় অভিযান পরিচালনা করে দেওর গাছ ইউনিয়নের আমকান্দি গ্রামের মালদার বাড়ীর মৃত জাহির আলীর বসত বাড়ী থেকে পরিত্যক্ত অবস্থায় ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ৩০ কেজি গাঁজা চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। বিজ্ঞপ্তি
জগন্নাথপুর টুডে/বিপ্লব