স্টাফ রিপোর্ট ঃজগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত আলহাজ্ব আকমল হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য সিদ্দিক আহমদের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক ফিরোজ আলীর পরিচালনায়
আকমল হোসেনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নানের জৈষ্ঠ্য সন্তান শাহাদাত মান্নান অভি,
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু,সাবেক সহ সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, আকমল খান,সাবেক যুগ্ম সম্পাদক লুতফুর রহমান, সাবেক যুগ্ম সম্পাদক সুজিত কুমার রায়,সাবেক সদস্য আপু মিয়া,উপজেলা শ্রমিক লীগের আহবায়ক নুরুল হক,
উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম,মরহুম আলহাজ্ব আকমল হোসেনের সন্তান মোন্তাকিম হোসেন,
পৌর আওয়ামী লীগের সভাপতি ডাঃ আব্দুল আহাদ,প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আব্দুল হাই,আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আইয়ুব খান, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি সুন্দর আলী,মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান আতিক ,
কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফখরুল হোসেন,চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুয়েল আহমদ,উপজেলা যুবলীগের সহ সভাপতি সাইফুল ইসলাম রিপন,উপ সম্পাদক আব্দুল বারিক,
উপজেলা যুবলীগ নেতা শামসুজ্জামান রইছ,,ইসলাম উদ্দিন জসিম,উপজেলা ছাত্র লীগ নেতা হাসান আদিল, পৌর যুবলীগ নেতা রাজিব চৌধুরী বাবু,শামীম আহমদ,সেলিম আহমদ,আনছার মিয়া,আনোয়ার মিয়া,পৌর ছাত্র লীগের সাবেক সভাপতি সায়েক আহমদ,মীরপুর ইউনিয়ন ছাত্র লীগের যুগ্ম সম্পাদক কামরান আহমদ প্রমুখ।
বক্তারা বলেন মরহুম আলহাজ্ব আকমল হোসেন ছিলেন একজন আদর্শিক রাজনৈতিক প্রজ্ঞাশীল জনবান্ধব। সততা দক্ষতা ও নিষ্ঠার সাথে মানব কল্যাণে কাজ করে গেছেন।তার শুন্যতা পূরণ হবার নয়।তিনি আজীবন মানুষের হৃদয়ে অম্লান হয়ে থাকবেন।
পরে মরহুম আকমল হোসেনের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন সদর জামে মসজিদের ইমাম মাওলানা আজমল হোসেন জামী,।
জটুডে /এহাই