সুনামগঞ্জ প্রতিনিধি:-
সুনামগঞ্জে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, ছাত্র, ব্যবসায়ীসহ গণ্যমান্যব্যাক্তি বর্গকে নিয়ে টাউন হল সভা অনুষ্ঠিত হয়েছে।
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এই সভার আয়োজন করে।
আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দিন্যব্যাপী শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় বিভিন্ন সমস্যা কথা উল্লেখ্য করা হয়।
এর মধ্যে ড্রেনেজ ব্যবস্থাপনা ও বর্জ্য ব্যবস্থাপনা যানজট ও যোগাযোগ, অনলাইন জুয়া, মাদক এবং স্বাস্থ্য সেবার সমস্যা সম্পর্কে আলোচনা এবং আমাদের করণীয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের করণীয় বিষয়ে আলোচনা করা হয়। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিলেট বিভাগীয় সিনিয়র রিজিওনাল ম্যানেজার নাঈমুর রহমান সভায় স্বাগত বক্তব্য রাখেন।
জেলা ডেমোক্রেসি মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের সাধারণ সম্পাদক মোনাজ্জির হোসেন সুজন এর সঞ্চালনায় ও জেলা মাল্টিপার্টি ফোরামের সভাপতি শাহ আবু নাসেরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুসনা হুদা।
জেলা পরিষদের সদস্য ফৌজি আরা বেগম শাম্মি, জেলা বিএনপির সহ সভাপতি রেজাউল করিম, সদর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া,জেলা মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দা ফারহানা ইমা,
পৌরসভা কাউন্সিলর সামিনা চৌধুরী মনি, কোষাধ্যক্ষ মহিবুর রহমান মুহিব, জনতা ব্যাংকের সিনিয়র অফিসার গৌতম কুমার দাস, ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক সুহেল আহমেদ, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক খাদিজা কলি, মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালমা চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ সুজন, পৌর যুবদলের আহবায়ক আজিজুর রহমান সৌরভ, সৈয়দা রুমা নাসের, সৈয়দা তমা সায়্যিদা প্রমুখ। জটুডে /এহাই