স্টাফ রিপোর্ট ঃ জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (৫ মে) দুপুরে জগন্নাথপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আল বশিরুল ইসলাম-এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বৃহৎ নলুয়া এবং মইয়ার হাওর সহ উপজেলার অধিকাংশ হাওরের বোরো ফসল প্রায় শতভাগ কর্তন হয়েছে উল্লেখ করে নদীগুলোর পানি ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ায় এসব হাওরগুলোতে কৃষকদের কর্তনকৃত ধান দ্রুত গোলায় তুলতে মাইকিং প্রচারণার জন্য প্রত্যেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দের প্রতি আহবান জানানো হয়। এছাড়াও হাওরগুলোর ফসল রক্ষা বাঁধ ক্ষতিগ্রস্ত না হয় সে দিকে সতর্ক দৃষ্টি রাখার আহবান জানানো হয়। এছাড়াও আগাম বন্যার পূর্বপ্রস্তুতি বিষয়ে সর্তক হওয়া এবং সকল ধরনের প্রস্তুতি নেয়ার পরামর্শ দেন উপজেলা নির্বাহী অফিসার আল বশিরুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মেঃ নুরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা কাউসার আহমদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাৎ হোসেন ভূইয়া, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ খালেদ সাইফুল্লাহ,পাটলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আঙ্গুর মিয়া, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুল, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপ সহকারী প্রকৌশলী সাইফুদ্দিন খান,জগন্নাথপুর প্রেসক্লাবের ট্রেজারার মোঃ আব্দুল হাই প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আগাম বন্যার কথা চিন্তা করে জগন্নাথপুর উপজেলার জনসাধারণকে সর্তক থাকতে হবে।