র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকারের নেতৃতে একটি অভিযানিক দল বুধবার (১ আগষ্ট) গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে বিপুল পরিমান দেশীয় তৈরী চোলাই মদসহ ২মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আটককৃতরা হচ্ছে বিশ্বনাথ উপজেলার টেংরা গ্রামের মৃত আজগর আলীর ছেলে শুক্কুর আলী (৪০) ও মৌলভী বাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার পূর্ব শ্রীমঙ্গল ল্যাংটার মাজারের পশ্চিম পার্শের বাসিন্দা মৃত মনু মিয়ার ছেলে মো: শফিক মিয়া (৪৩)।
র্যাব-৯ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলাধীন মৌলভীবাজার রোডস্থ ২নং পুল এলাকা থেকে ১শ ১০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ ও ১টি ব্যাটারি চালিত রিক্সাসহ ২জন মাদক ব্যবসায়ী শুক্কুর আলী ও শফিক মিয়াকে আটক করা হয়েছে।
ধৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ দেশীয় তৈরী চোলাই মদ বিক্রয় করে আসছে বলে তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। উদ্ধারকৃত দেশীয় তৈরী চোলাই মদ ও আটককৃতদের শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে। বিজ্ঞপ্তি
জগন্নাথপুর টুডে/ এইচ কে