স্টাফ রিপোর্টঃ
জগন্নাথপুরে- রানীগঞ্জ -আউশ কান্দি ভায়া ঢাকা আঞ্চলিক মহাসড়কের রানীগঞ্জ সেতুর টোলপ্লাজার অদূরে সেতুর ওপর শনিবার (১৭ নভেম্বর) রাত আনুমানিক ১০ টা থেকে ১১ টার মধ্যে নৃশংস কায়দায় খুন হন সিএনজি অটোরিক্সা চালক সুজিত দাস (৩০)।খুনিরা সুজিতকে গলা কেঁটে হত্যা করে তার সিএনজি অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান খুনি সহ ৩ জনকে গ্রেপ্ততার করেছে।র্যাব-৯ এর একটি আভিযানিক দল।ম
ঙ্গলবার(১৯ নভেম্বর) হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।এসময় হত্যায় ব্যবহৃত চোরা ও ছিনতাই হওয়া সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো প্রধান খুনি জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলিদপুর ইউনিয়নের সালদিঘা গ্রামের আনসার আলীর ছেলে আলী হায়দার (৩৬), হবিগঞ্জের সদর উপজেলার নোয়াহাটি গ্রামের মৃত তরমুজ আলীর ছেলে হাফিজুর রহমান (২৬) ও বাহুবল উপজেলার পনারাব্দা গ্রামের শিবলু মিয়া (২০)।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ বলেন, তথ্যপ্রযুক্তি ও র্যাব-৯ এর সহযোগিতায় হত্যাকারীদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের তথ্যমতে সিএনজি অটোরিকশা ও হত্যায় ব্যবহৃত চোরা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা সিএনজি অটোরিক্সাটি ছিনতাইয়ের উদ্দেশে এ হত্যাকাণ্ড করেছে বলে স্বীকার করেছে। ঘটনার সাথে আরো কেউ জড়িত আছে কিনা জানতে আসামীদের রিমান্ডে এনে জিজ্ঞাসা করা হবে।
প্রসঙ্গতঃ নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় সোমবার (১৮ নভেম্বর) নিহত সুজিত দাসের বড় ভাই সুবাস দাস বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।#
জটুডে /এহাই