মো: হুমায়ুন কবির:-
জগন্নাথপুরে ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট রিসোর্স সেন্টারের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সাথে ট্রাস্টিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার (১৮ নভেম্বর) দুপুরে জগন্নাথপুরে ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট রিসোর্সেস সেন্টার (জেবিবিইটি) এর আয়োজনে রিসোর্স সেন্টার প্রাঙ্গনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কলকলিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও ট্রাস্টের সিনিয়র ট্রাস্টি আলহাজ্ব রফিক মিয়ার সভাপতিত্বে ও রিসোর্স সেন্টারের প্রাক্তন শিক্ষার্থী তাহের আল হামিদের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দাল মিয়া।
মতবিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান আকন্দ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্রাস্টের ট্রেজারার আনোয়ার আলী, রিসোর্স সেন্টারের প্রধান প্রশিক্ষক রাশিদ আহমেদ চৌধুরী, সহকারী প্রশিক্ষক নাহিদা আক্তার।
ট্রাস্টের চেয়ারম্যান আব্দাল মিয়া বলেন, ১৯৯৯ সালে জগন্নাথপুরে ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত প্রায় ২০ হাজার শিক্ষার্থীদের মধ্যে প্রদান করে আসছি। প্রায় আড়াই বছর ধরে রিসোর্স সেন্টারটি চালু করে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
এ পর্যন্ত প্রায় ৪০০ শিক্ষার্থীকে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী জানুয়ারি থেকে বিনামূল্যে সেলাই মেশিনের মাধ্যমে সেলাই কাজের প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়াও বিভিন্ন ধরনের সামাজিক ও মানবিক কাজের লক্ষে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাচ্ছি।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এনএফসি একাডেমির পরিচালক মাহবুব হাসান, রিসোর্স সেন্টারের শিক্ষার্থী তুহিন রহমান, মইনুল হুসাইন, মহি উদ্দিন, ফয়জুর রহমান, মাফিয়া আক্তার জলি সহ আরো অনেকে।