স্টাফ রিপোর্টারঃ-
বাংলাদেশ জমিয়তুল মোদার্রেসীনের পক্ষ থেকে আলীয়া মাদ্রাসা অঙ্গনে পিএইচডি ও এমফিল ডিগ্রিধারী শিক্ষকগণের বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) ঢাকা মহাখালীর গাউসুল আজম কমপ্লেক্সে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। দেশের আলীয়া মাদরাসায় শিক্ষকতা পেশায় নিয়োজিত এমফিল ও পিএইচডি ডিগ্রিধারীগণের প্রায় ২৫০ জন অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সহকারী অধ্যাপক, সুপার, প্রভাষক ও শিক্ষকগণকে সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শামছুল আলম। বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. শাহনওয়াজ দিলরুবা খান, বগুড়া সরকারী কামিল মাদ্রাসার অধ্যক্ষ প্রফেসর ড. মাওলানা আহমদ উল্লাহ।
বাংলাদেশ জমিয়তুল মোদর্রেসীন সভাপতি দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীনের সভাপতিত্বে ও জমিয়তুল মোদার্রেসীন’র যুগ্ম মহাসচিব ও সংবর্ধনা অনুষ্ঠানের আহবায়ক ড. মাওলানা মাহবুবুর রহমান’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জমিয়তুল মোদার্রেসীন’র মহাসচিব অধ্যক্ষ সাব্বির আহমদ মোমতাজী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জমিয়তুল মোদার্রেসীনের সহ সভাপতি মাওলানা মাছাদ্দিক বিল্লাহ, অধ্যক্ষ, চরমুনাই কামিল মাদ্রাসা ও ইসলামিক ফাউণ্ডেশন বাংলাদেরশের নব নির্বাচিত গভর্ণর, ছরছিনা কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ ড. সৈয়দ শরাফত আলীসহ পিএইচডি ও এমফিল ডিগ্রিধারী শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে সকল ডিগ্রিধারীগণকে সম্মাননা ক্রেস্ট, ব্যাগ ও একটি স্মারক প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সুনামগঞ্জ জেলার পিএইচডি ডিগ্রিধারী হাফিজ মাওলানা ড. সৈয়দ রেজওয়ান আহমদ ও মাওলানা ড. মুহাম্মদ মঈনুল ইসলাম পারভেজ’র সংবর্ধিত হওয়ায় আমরা গর্বিত।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মহাখালী কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মাহবুবুর রহমান।