স্টাফ রিপোর্টারঃ-
জগন্নাথপুর বাজারে এই প্রথম আইরিন ভিসা কনসালটেন্সি ফার্ম এর উদ্বোধন করা হয়েছে। শুক্তবার (২২ নভেম্বর) বিকেল ৩টায় জগন্নাথপুর থানার সামনে হাজি ফিরোজ মিয়া মার্কেটে ফিতা কেঁটে আইরিন ভিসা কনসালটেন্সি ফার্ম এর উদ্বোধন করেন আইরিন ভিসা কনসালটেন্সি ফার্মের এমডি যুক্তরাজ্য প্রবাসী আকিক মিয়া।
এসময় আইরিন ভিসা কনসালটেন্সি ফার্মের এমডি যুক্তরাজ্য প্রবাসী আকিক মিয়ার সহধর্মিণী ফারজানা বেগম, মেয়ে আইরিন জান্নাত, জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল, কামরুজ্জামান, আইরিন ভিসা কনসালটেন্সি ফার্মের পরিচালক সমাজসেবক তারেক মিয়া,
মো: আলী হোসেন, সমাজকর্মী নূর আলম, জুবেল মিয়া, রুবেল মিয়া, ছালেহ আহমদ, আরিয়ান রহমান, সুমন মিয়া, সুজন মিয়া, সামছুল আহমদ, শাকিল আহমদ, শাহিদ মিয়া, খাজা শাকিল মিয়া সহ আরো অনেকে।
আর নয় সিলেটে এখন থেকে আইরিন ভিসা কনসালটেন্সি ফার্ম এর মাধ্যমে এয়ার টিকেট এবং হোটেল, স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক পারমিট, ভিজিট ভিসা, পাসপোর্ট প্রসেসিং, পুলিশ ক্লিয়ারেন্স সহ বিভিন্ন দেশের ভিসা প্রসেসিং করা হয়ে থাকে।