স্টাফ রিপোর্টারঃ-
চলতি বছরের জুলাই -আগষ্টের ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে উপজেলা প্রশাসনের আয়োজনে স্মরনসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বরকত উল্ল্যার সভাপতিত্বে স্মরন সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূইয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শারমিন আরা আশা, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মোখলেছুর রহমান আকন্দ, উপজেলা কৃষি কর্মকর্তা কাওছার আহমদ,
উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু হোরায়রা সাদ মাস্টার, পৌর বিএনপির সাবেক সভাপতি এম এ মতিন, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এডভোকেট জামাল উদ্দিন আহমদ, জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক সানোয়ার হাসান সুনু, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আফজাল হোসাইন,
উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম, যুবদল নেতা শামীনুর রহমান, জামায়াত নেতা আ হ ম ওয়ালী উল্যা, সাংবাদিক হিফজুর রহমান তালুকদার জিয়া, বিএনপি ফারুক আহমদ, আফরোজ আলী, ছাত্রদের পক্ষে উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন, সদস্য সচিব শামছুল ইসলাম জাবির, রুহুল আমীন, কাওছার আহমদ, জাহিদ হাসান, আরিফুল ইসলাম।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা ফিল্ড সুপারভাইজার নুরুজ আলী। পরে ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।