স্টাফ রিপোর্টারঃ-
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শারমিন আরা আশার বদলী জনীত বিদায় উপলক্ষে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
আজ বুধবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে ডা: শারমিন আরা আশার হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন জগন্নাথপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন নেতৃবৃন্দ। এ সময় জগন্নাথপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি গোবিন্দ দেব, সাধারন সম্পাদক গোলাম সারোয়ার,
সাংগঠনিক সম্পাদক শাহ এস এম ফরিদ, কার্যকরি কমিটির সদস্য হুমায়ুন কবির ও আল আমিন ইসলাম উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, ডাক্তার শারমিন আরা উচ্চতর ডিগ্রি অর্জন জনীত কারণে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বদলি হয়েছেন।
তিনি জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ২০২৩ সালে যোগদান করেন। ডাক্তার শারমিন আরা যোগদানের পর থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নতি ও স্বাস্থ্য সেবায় উল্লেখ যোগ্য অবদান রাখেন। ##