স্টাফ রিপোর্টঃ বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন আয়োজিত ইয়োনেস্ক- সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ ২০২৪ -এ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কৃতি সন্তান মোঃ আমান সারোয়ার ইশমাম আন্তর্জাতিক টুর্নামেন্ট অনূর্ধ্ব ১৯ বাংলাদেশের হয়ে খেলার সুযোগ পাওয়ায় জগন্নাথপুর উপজেলা ব্যাডমিন্টন খেলোয়াড় বৃন্দের আয়োজনে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রবিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় জগন্নাথপুর উপজেলা মডেল মসজিদের কনফারেন্স হলে এই সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সাংবাদিক মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন জ্ঞানী গুণিজনদের জন্মভূমি জগন্নাথপুর উপজেলা শিক্ষার পাশাপাশি খেলাধুলায় ইতো মধ্যে স্বনাম ছড়িয়েছে। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে জগন্নাথপুর উপজেলার কৃতি সন্তানরা গুরুত্বপূর্ণ পদে তাদের কর্মতৎপরতা অব্যাহত রেখেছেন।
তিনি কৃতি ব্যাডমিন্টন খেলোয়াড় আমান সারোয়ার ইশমাম এর কৃতিত্ব পূর্ণ অর্জনের জন্য তিনি সহ তার পরিবারের প্রতি অভিনন্দন জানান।
ভবিষ্যতে সারা বিশ্বে ইশমামের স্বনাম ছড়িয়ে পড়ুক এই প্রত্যাশায় তরুন প্রজন্মকে শিক্ষার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ হওয়ার আহবান জানান।
খ্যাতিমান ব্যাডমিন্টন খেলোয়াড় ও জাজ মোঃ আব্দুল কাদির লাকসনের সভাপতিত্বে এবং ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শরীফ উল মামুন এর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফেয়ার ফেইস জগন্নাথপুরের যুগ্ম সাধারন সম্পাদক আলী আকবর,জগন্নাথপুর বাজারের জাহান রেস্তোরাঁর স্বত্বাধিকারী লিমান ভূইঁয়া,জলিল ট্রেডার্সের স্বত্বাধিকারী ফরিদ আহমদ মনাই, সংবর্ধিত ব্যাডমিন্টন খেলোয়াড় আমান সারোয়ার ইশমাম এর গর্বিত পিতা আব্দুল মুকিত, ব্যবসায়ী মহব্বত আলী, শহীদুল ইসলাম, খেলোয়াড় একলিম আহমদ, রফিকুল ইসলাম প্রমুখ।
এসময় বিভিন্ন পেশাজীবির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সংবর্ধিত কৃতি ব্যাডমিন্টন খেলোয়াড় আমান সারোয়ার ইশমামকে সম্মাননা স্মারক ক্রেষ্ট প্রদান করা হয়।
জটুডে/এহাই