সর্বশেষ সংবাদ:
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যােগে জগন্নাথপুরে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জগন্নাথপুরে হাওর রক্ষা বাঁধের ২৮নং পিআইসির কাজ শুরু জগন্নাথপুরে হাওর রক্ষা বাঁধের কাজের উদ্বোধন ধনিয়া টাইগারস ইকড়ছই ক্রিকেট ক্লাবের টিম ডাইরেক্টর ইমরান উদ্দিনকে সংবর্ধনা জগন্নাথপুরের কৃতি সন্তান ব্যাডমিন্টন খেলোয়াড় ইশমাম’কে সংবর্ধনা হালিমা খাতুন এডুকেশন ট্রাস্ট’র ১৮তম বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ জগন্নাথপুরে রাইজিং ওয়ারিয়র্স ক্রিকেট ক্লাবের ২০২৪-২০২৫ মৌসুমের জার্সি উন্মোচন করা হয়েছে জগন্নাথপুরে স্টুডেন্ট কেয়ারের শীতবস্ত্র বিতরণ স্পেন বিএনপি নেতা এম এ আজিম উদ্দিনকে জগন্নাথপুর বিএনপি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা মিরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাংচুরের মামলায় আওয়ামীলীগের ৩ নেতার জামিন না মঞ্জুর 

হালিমা খাতুন এডুকেশন ট্রাস্ট’র ১৮তম বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হালিমা খাতুন এডুকেশন ট্রাস্ট’র ১৮তম মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪ এর ফলাফল প্রকাশিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এ ফল প্রকাশিত হয়।

বিদ্যালয় পর্যায়ে মেধা তালিকায় ১ম হয়েছেন সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ঈশিতা দাশ (রাখী), ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয় অহন দাস-২য়, সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের মারুফ আহমদ খান-৩য়, জগন্নাথপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের মিথিলা দাস-৪র্থ, স্বরূপচন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয়ের মুনতাসির মাহাদি মৃদুল-৫ম, মীরপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের  রিপা আফরিন এনি-৬ষ্ঠ,

সৈয়দপুর গার্লস হাইস্কুলের  সৈয়দা সামিরা আহমদ-৭ম, আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ের মাহমুদা সুলতানা মায়া-৮ম, আটপাড়া উচ্চ বিদ্যালয়ের  শামিয়া সুলতানা খাদিজা -৯ম, আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়ের  নাহিদা অঅক্তার আনিছা -১০ম, রসুলগঞ্জ আব্দুল কাদীর উচ্চ বিদ্যালয়ের সানজিদা আক্তার তায়্যিবা -১১তম, মীরপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের আয়শা করিম- ১২তম, শাহপরান মডেল হাইস্কুলের মোছা. সুমাইয়া আক্তার -১৩তম।

আলিয়া মাদরাসা পর্যায়ে ১ম হয়েছেন ইকড়ছই জামেয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসার মোছা. নূরুন নেছা, পাটকুড়া হাফিজিয়া সুন্নিয়া দাখিল মাদরাসার মোছা. প্রিয়া বেগম -২য়, রসুলগঞ্জ জামেয়া ইসলামিয়া আলিম মাদরাসার জাকিয়াতুন নূর হুমায়রা -৩য়, পীরেরগাঁও সুন্নীয়া দাখিল মাদরাসার তানজিনা নিশাত-৪র্থ, পূর্ববুধরাইল আটঘর আউদত ইসলামিয়া দাখিল মাদরাসার মোছা. মাছুমা চৌধুরী-৫ম, হযরত আবু বকর সিদ্দিক (রা.) সুন্নীয়া দাখিল মাদরাসার সুমাইয়া বেগম -৬ষ্ঠ, চরা জামেয়া ইসলামিয়া দাখিল মাদরাসার  ফায়াজ কবিরী-৭ম,

জয়দা আরবিয়া দাখিল মাদরাসার  মো: তানভীর আহমদ-৮ম, চিলাউড়া দারুচ্ছুন্নাহ দাখিল মাদরাসার মোছা. নাদিরা বেগম-৯ম, রসুলপুর বনগাওঁ ইসলামিয়া দাখিল মাদরাসার  মোছা. নাঈমা আক্তার কলি -১০ম, সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদরাসার  সৈয়দ সাইদুল ইসলাম -১১তম, হলিয়ারপাড়া জামেয়া ক্বাদেরিয়া সুন্নীয়া ফাজিল মাদরাসার জামিয়া নূরী -১২তম, কামড়াখাই জয়নগর আলিম মাদরাসার তাহরিমা বেগম মিম-১৩তম।

কওমী মাদরাসা পর্যায়ে ১ম হয়েছেন পাটলী দারুল উলুম টাইটেল মাদরাসার  মো: আব্দুর রকিব, সৈয়দপুর হাফিজিয়া হুসাইনিয়া দারুল হাদীস মাদরাসার মো: কামাল হুসাইন-২য়, পাটলী দারুল উলুম টাইটেল মাদরাসার  নাজিম উদ্দিন -৩য়, সৈয়দপুর হাফিজিয়া হুসাইনিয়া দারুল হাদীস মাদরাসার মো: মুস্তাকীম আহমদ -৪র্থ,

বড়কাপন ও আধুয়া ই,দাদুল উলুম মাদরাসার  মো: নূরুল আলম -৫ম, কুবাজপুর দারুল উলুম মাদরাসার মোবাশ্বির ইসলাম রাহাত -৬ষ্ঠ, সৈয়দ শাহ শামছুদ্দিন (রহ) দারুল হাদিস মাদরাসার সৈয়দা নাফিসা ইসলাম- ৭ম, ইসহাকপুর লুদরপুর দারুল হাদিস মাদরাসার তোফাজ্জল ইসলাম-৮ম স্থান অর্জন করেছেন। প্রেস বিজ্ঞপ্তি

Spread the love

এ জাতীয় আরো খবর


পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

Like us on Facebook