জগন্নাথপুর টুডে ডেস্ক:
মালয়েশিয়ায় ১৪তম সাধারণ নির্বাচনে একটি আসন থেকে এমপি নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত সৈয়দ আবুল হুসেন। তিনি জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর হারিকোনা গ্রামের মৃত হাফিজ সৈয়দ আবুল ফজলের ছেলে। ৭ ভাই ও ৫ বোনের মধ্যে তিনি ২য়।
তিনি বুকিত বিনতাং পি-০৫৯ সংসদীয় এলাকা থেকে ২২ হাজার ৪৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আবুল হুসেন সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের দল বারিসান ন্যাশনালের (বিএন) প্রার্থী দাড়ি পাল্লা প্রতিক নিয়ে ইপুহ এলাকার বুকিত বিনতাং থেকে বিপুল ভোটে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী পিকে আরের কাদরী খালিদ পেয়েছেন ১৮ হাজার ৩৬১ ভোট।