সর্বশেষ সংবাদ:
জগন্নাথপুর হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে জেলা প্রশাসক জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচন দিতে হবে——মাওলানা ইউসুফ আশরাফ জগন্নাথপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন কাল শনিবার জগন্নাথপুরে ইমাম-মোয়াজ্জিন, শিক্ষক-কর্মচারী ও দরিদ্র পরিবারে সৈয়দপুর সোস্যাল নেটওয়ার্ক’র নগদ অর্থ প্রদান আমরা চাই সাম্য, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাস্ট্র —– সৈয়দ তালহা আলম পাইলগাঁও ইউনিয়নের  ৮ ও ৯ নং ওয়ার্ড  বিএনপির উদ্যােগে ইফতার ও দোয়া মাহফিল জগন্নাথপুরে আইবিডব্লিউএফের উদ্যােগে আলোচনা সভা ও ইফতার জগন্নাথপুরে পাইলগাও ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল যুক্তরাজ্য ভিত্তিক চ্যারেটি সংস্থা দোয়া এর উদ্যােগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইফতার

জগন্নাথপুরের খাগাউড়ায় এম.এ ছাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে সহস্রাধিক দরিদ্র রোগীদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান

স্টাফ রির্পোট:
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের খাগাউড়া গ্রামের বাসিন্দা বিশিষ্ট সমাজসেবী শিক্ষানুরাগী যুক্তরাজ্য বিএনপির কোষাধ্যক্ষ এম এ ছাত্তার কর্তৃক আর্ত মানবতা ও জনকল্যানের ব্রত নিয়ে প্রতিষ্টিত এম. এ ছাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্রদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

শুক্রবার (৭ সেপ্টেম্বর) চিলাউড়া হলদিপুর ইউনিয়নের পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ে আয়োজিত ফ্রি চিকিৎসা সেবায় সকাল ১০থেকে বিকেল ৪টা পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন গ্রামের নারী-পুরুষ, শিশু-কিশোরদের বিভিন্ন জটিল রোগের চিকিৎসা প্রদান করেছেন সিলেট নর্থ ইষ্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা: প্রীতম দাস মিথুন, ডা: আলাল খান অয়ন, ডা: সুরাইয়া আনজুম সেতু, ডা: সাদিয়া ফাহমিদা। প্রায় সহস্্রাধিক জটিল রোগীদের পরীক্ষা নিরিক্ষা শেষে তাদেরকে ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে।

উপজেলার ভাটির জনপদ চিলাউড়া- হলদিপুর ইউনিয়নের খাগাউড়া গ্রামসহ পুরো ইউনিয়নের অসহায় দরিদ্র রোগীরা চিকিৎসা সেবা পেয়ে আয়োজক ফাউন্ডেশনের চেয়ারম্যান দানশীল ব্যক্তিত্ব এম. এ ছাত্তারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

চিকিৎসা সেবার উদ্বোধনী অনুষ্টানে অতিথির বক্তব্যে পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুহিত অজোপাড়া গাঁয়ে চিকিৎসা সেবার মতো একটি মহতী আয়োজনের জন্য এম. এ ছাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী এম. এ ছাত্তারের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন মানবতার কল্যানে ও দরিদ্রদের সহায়তায় এম. এ ছাত্তারের অবদান প্রশংসনীয়। তিনি বলেন এম. এ ছাত্তার শুধু অসহায় দরিদ্রদের জন্য নয়, বিভিন্ন এলাকার শিক্ষা প্রতিষ্টানেও রয়েছে তার বিশেষ অবদান।

তিনি শিক্ষা ও সামাজিক উন্নয়নে বিভিন্ন কার্যক্রমের অগ্রযাত্রা অব্যাহত রাখার আহবান জানান। ফাউন্ডেশনের চেয়ারম্যান এম এ ছাত্তারের ছোট ভাই তরুন সমাজ কর্মী শরিফুল ইসলাম জনি’র সভাপতিত্বে ও খাগাউড়া স্টুডেন্ট’স ওয়েল ফেয়ার সোসাইটির সাধারন সম্পাদক এনামুল হকের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অধীর রঞ্জন দাশ, সহকারী শিক্ষক মুজাহিদুল ইসলাম, বেতাউকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আনোয়ার হোসেন, খাগাউড়া গ্রামের বিশিষ্ট মুরব্বী মো: সিদ্দেক আলী, ওমান প্রবাসী নাসির উদ্দিন, ইছমত আলী, বাউধরন গ্রামের বিশিষ্ট মুরব্বী কামরুজ্জামান মিয়া, সমাজকর্মী আব্দুশ শহীদ মটুক, নাসির রহমান প্রমূখ।

চিকিৎসা সেবা কার্যক্রম চলাকালীন সময়ে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছেন খাগাউড়া স্টুডেন্টস ওয়েল ফেয়ার সোসাইটির সদস্য শফিকুল ইসলাম, জুনেদ মিয়া, ইব্রাহিম খলিল, ফায়েক মিয়া, মিনহাজ আফ্রিদি, এম, এ খালেদ, জুয়েল মিয়া, মুজাহিদ মিয়া, তানভীর আহমদ শফি, ইমন মিয়া, সাহিদ মিয়া, ফজলে রাব্বি, নাসির রহমান। উল্লেখ্য, এম. এ ছাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান এম. এ ছাত্তার যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাস করলেও তার রয়েছে দেশ ও নিজ এলাকার প্রতি মমত্ববোধ।

বছরের অধিকাংশ সময় নিজ এলাকাসহ উপজেলার শিক্ষা ও সামাজিক বিভিন্ন কর্মকান্ডে নিজেকে জড়িয়ে রাখেন। ইতোমধ্যে নিজ ইউনিয়ন চিলাউড়া হলদিপুর ছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের শিক্ষা প্রতিষ্টান এবং অসহায় দরিদ্র পরিবারদের আর্থিক সহায়তা প্রদান করে আসছেন। এসবের মধ্যে উল্লেখ যোগ্য অবদান রয়েছে রানীগঞ্জ ইউনিয়নের রানীগঞ্জ কলেজে প্রায় ১৮লাখ টাকা ব্যয়ে একটি ভবন নির্মান এবং চিলাউড়া হলদিপুর ইউনিয়নের পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ে ভুমি প্রদান সহ প্রায় ৩৫লাখ টাকা ব্যয়ে উচ্চ বিদ্যালয়টির সীমানা প্রাচীর নির্মাণ কাজ চলমান রয়েছে।

শিক্ষা প্রতিষ্টানের অনুদানের পাশাপাশি এলাকার ৬টি গরীব অসহায় পরিবারকে প্রতিটি ৩লাখ টাকা করে ১৮ লাখ টাকা ব্যয়ে গৃহ নির্মাণ করে দিয়েছেন। এ ছাড়াও বিভিন্ন দূর্যোগে আর্থিক সহায়তা এবং বিভিন্ন খাদ্য সামগ্রী প্রদান করে আসছেন। ফাউন্ডেশনের চেয়ারম্যান এম. এ ছাত্তার জানান, শিক্ষা ও সামাজিক কার্যক্রমে এবং গরীব দু:খী অসহায় মেহনতি মানুষের কল্যাণে নিজেকে আজীবন জড়িয়ে রাখতে চাই।

ফ্রি চিকিৎসা সেবা প্রসঙ্গে তিনি বলেন এটা আমার সম্পূর্ন ব্যক্তিগতভাবে প্রতিষ্টিত ফাউন্ডেশনের উদ্যোগে প্রথম বারের মতো ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। ভবিষ্যতে চক্ষু চিকিৎসা সহ সকল প্রকার রোগের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদানের ব্যবস্থা করা হবে। এক্ষেত্রে তিনি এলাকাবাসি সহ সর্বমহলের সহযোগিতা কামনা করেন।

জ:টুডে/ বি ডি এন

Spread the love
  • 466
    Shares

এ জাতীয় আরো খবর


পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

Like us on Facebook