র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯, সিপিসি-১ সিলেট ক্যাম্পের সিনিয়র এ এসপি পিযুষ চন্দ্র দাসের নেতৃত্বে একটি আভিযানিক দল সোমবার (১৭ সেপ্টেম্বর) সিলেট জেলার বিয়ানীবাজার থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মামলার পলাতক আসামী মোঃ তাজ উদ্দিন (৪৫) কে আটক করে।
ধৃত তাজ উদ্দিন সিলেট জেলার বিয়ানী বাজার থানার পাতন গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। র্যাব-৯ সিলেট এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় আটককৃত তাজ উদ্দিনের নামে বিয়ানীবাজার থানায় ছিনতাইয়ের অভিযোগে একটি মামলা রয়েছে। আটককৃত আসামীকে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। বিজ্ঞপ্তি
জগন্নাথপুর টুডে/এইচ কে