সর্বশেষ সংবাদ:
জগন্নাথপুর হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে জেলা প্রশাসক জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচন দিতে হবে——মাওলানা ইউসুফ আশরাফ জগন্নাথপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন কাল শনিবার জগন্নাথপুরে ইমাম-মোয়াজ্জিন, শিক্ষক-কর্মচারী ও দরিদ্র পরিবারে সৈয়দপুর সোস্যাল নেটওয়ার্ক’র নগদ অর্থ প্রদান আমরা চাই সাম্য, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাস্ট্র —– সৈয়দ তালহা আলম পাইলগাঁও ইউনিয়নের  ৮ ও ৯ নং ওয়ার্ড  বিএনপির উদ্যােগে ইফতার ও দোয়া মাহফিল জগন্নাথপুরে আইবিডব্লিউএফের উদ্যােগে আলোচনা সভা ও ইফতার জগন্নাথপুরে পাইলগাও ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল যুক্তরাজ্য ভিত্তিক চ্যারেটি সংস্থা দোয়া এর উদ্যােগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইফতার

জগন্নাথপুরে পাটলী ইউনিয়ন পরিষদের সদস্য পদে উপ-নির্বাচনে আবু সাকের বিজয়ী

স্টাফ রিপোর্ট :
জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সাধারন সদস্য পদে উপ-নির্বাচন বুধবার (৩ অক্টোবর) শান্তি পূর্নভাবে অনুষ্টিত হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহন অনুষ্টিত হয়। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে বিপুল উৎসাহ উদ্দীপনায় ভোটারদের সরব উপস্থিতিতে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

গননা শেষে সদস্য পদে গোয়ালকুড়ি গ্রামের মো: আবু সাকের তালা প্রতীকে ৩শ ৫৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী কামিনীপুর গ্রামের মিজানুর রহমান ফুটবল প্রতীকে পেয়েছেন ২শ ৬২ ভোট, সামাট গ্রামের সৈয়দ আমিনুর রহমান মোরগ প্রতীকে পেয়েছেন ১শ ৫৫ ভোট।

নির্বাচন চলাকালীন সময়ে ভোট কেন্দ্রের নিরাপত্তায় ১জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের পাশাপাশি র‌্যাবের মোবাইল টিম ও পুলিশের স্টাইকিং ফোর্স সহ কেন্দ্রে আইন শৃংখলা বাহিনী সদস্যরা নিয়োজিত ছিলেন।

সামাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৪টি বুথে অনুষ্টিত নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন জগন্নাথপুর উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর হারুন অর রশীদ চৌধুরী। উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার জগন্নাথপুর উপজেলা নির্বাচন অফিসার মুজিবুর রহমান জানান,

পাটলী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাধারন সদস্য পদে উপ-নির্বাচনে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেছেন। উপ-নির্বাচনের ফলাফল বিকেলে ঘোষনা করা হয়েছে। ৩শ ৫৬ ভোট পেয়ে মো: আবু সাকের বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন।

মোট ১হাজার ভোটারের মধ্যে ৭শ ৮৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে ১২টি ভোট বাতিল করা হয়।

জগন্নাথপুর টুডে/১৮

Spread the love
  • 1.2K
    Shares

এ জাতীয় আরো খবর


পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

Like us on Facebook