নিজস্ব প্রতিবেদক:
জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের গোয়ালকুড়ি গ্রামে ৪সন্তানের জননী জিলু রানী দাস (৪৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত জিলু রানী দাস ঐ গ্রামের নিবারন দাসের স্ত্রী। খবর পেয়ে জগন্নাথপুর থানার এস আই গোলাম মুর্শেদ চৌধুরী ফাত্তাহ ঘটনাস্থলে পৌছে লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরন করেছেন। এব্যাপারে থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। নিহতের পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার রাতে খাওয়া দাওয়া শেষে জিলু রানী দাস ঘুমিয়ে পড়েন। আজ বুধবার সকাল ৮টায় নিহত জিলু রানী দাসের ছেলে সাগর দাস তার মায়ের মৃত দেহ গলায় গামছা পেছানো অবস্থায় শয়ন কক্ষের তীরের সাথে ঝুলন্ত দেখে গামছা কেঁটে নিতর দেহটি মাটিতে নামায়। তবে কি কারনে জিলু রানী দাস আত্মহত্যা করেছেন তার কারন কেউ জানাতে পারেনি। সাগর দাস আরো জানান, অভাবী সংসারে তার পিতা নিবারন দাস একটি মাছের খামারে পাহারাদারের কাজে নিয়োজিত ছিলেন।
জগন্নাথপুর টুডে ১৬ মে ২০১৮/বিডিএন