র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯, স্পেশাল কোম্পানী, সিলেট ক্যাম্পের এএসপি নাহিদ হাসানের নেতৃত্বে¡ একটি অভিযানিক দল শনিবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ১১টায় সিলেট জেলার বিয়ানীবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে মেওয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে মস্তান আলীর ভাড়া বাড়ির সামনে থেকে ৩০ বোতল বিভিন্ন ধরনের বিদেশী মদসহ রুমানা বেগম (৩২) কে আটক করেছে।
আটককৃত রুমানা বেগম সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার ভাটুআইল গ্রামের জুবায়ের আহম্মদ রাজা মিয়ার স্ত্রী। র্যাব-৯ সিলেটের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রুমানার নিকট থেকে ১৬ টি কাঁচের বোতল ভর্তি তরল ADDICTION, RARE WHISKY বিদেশী মদ , ১২ টি কাঁচের বোতল ভর্তি তরল REGAL TALONS (WHISKY) ও ২ টি কাঁচের বোতল ভর্তি তরল Mc Dowell’s NO 1 LUXURY PREMIUM WHISKY, (বিদেশী মদ) উদ্ধার করা হয়।
তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে এসব মাদক দ্রব্য সংগ্রহ করে এবং নিজ হেফাজতে রেখে বিক্রয় করে থাকে বলে জানায়। রুমানা এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে এলাকাবাসি জানায়। তাকে আটক করায় এলাকাবাসী স্বস্থি প্রকাশ করেছেন। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটককৃত আসামীকে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। বিজ্ঞপ্তি
জগন্নাথপুর টুডে/১৮