নিজস্ব প্রতিবেদক::
সাবেক পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য বরেন্য রাজনীতিবিদ মরহুম আলহাজ্ব আব্দুস সামাদ আজাদের ৯৭ তম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১১টায় জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের যৌথ উদ্যোগে দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ।
উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজুর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক হাজী আব্দুল জব্বারের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের নেতা, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য সৈয়দ ছাব্বির মিয়া ছাব্বির,
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, সহ প্রচার সম্পাদক ফিরোজ আলী, আওয়ামী লীগ নেতা জিল্লুর রশিদ লিল, বজলুর রশিদ চৌধুরী, আফু মিয়া, নুরুল হক, পৌর আওয়ামী লীগের সভাপতি ডা. আব্দুল আহাদ,
পৌর আওয়ামী লীগ নেতা, পৌর কাউন্সিলর আবাব মিয়া, উপজেলা আওয়ামী লীগ নেতা শহিদুর রহমান লেচু, পৌর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক আব্দুল হাই, কৃষি বিষয়ক সম্পাদক হরুপ মিয়া, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফখরুল হোসেন,
উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক এনামুল হক এনাম, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, উপজেলা স্বেচ্ছা স্বেবকলীগের সাধারন সম্পাদক এম মোতাহীর আলী,
উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কেলিপনিয়া শাখার সাংগঠনিক সম্পাদক লিটন আহমদ তালুকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম, উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল মুকিত, কলেজ ছাত্রলীগ নেতা মিছবাহ আহমদ , পৌর যুবলীগের সাবেক দপ্তর সম্পাদক গোবিন্দ দেব, পৌর স্বেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদক আক্তার হোসেন, প্রমুখ। পরে জন্ম বার্ষিকীর কেক কেটে জন্মদিন পালন করা হয়।