জগন্নাথপুরটুডে ডেস্ক:
সিলেট-জকিগঞ্জ সড়কে প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার রেষারেষিতে এক তরুণী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ শনিবার দুপুরে গোলাপগঞ্জ উপজেলার কায়স্থগ্রাম নয়ামসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে শিশুসহ আরো তিন পথচারী আহত হয়েছেন।
নিহতের নাম- এমি বেগম (২০)। তিনি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের লরিফর নওয়াগাও গ্রামের জুরু মিয়ার মেয়ে। আহতরা হলেন- জেনি আক্তার (২৪), সুমাইয়া আক্তার (৬), তাউহিদ আহমদ (৫)। তাদের মধ্যে সুমাইয়া আক্তারের অবস্থা আশঙ্কাজনক। আহতদের ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাইভেটকার ও অটোরিকশাটি বেপরোয়া গতিতে সিলেট শহরের দিকে যাচ্ছিল। এসময় প্রাইভেটকারটি সিএনজি অটোরিকশাকে ওভারটেক করার সময় এ দুর্ঘটনাটি ঘটে।
এতে রাস্তার পাশে থাকা এমি বেগম ঘটনাস্থলেই নিহত হন এবং ওই তিনজন আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফজলুল হক শিবলি জানান, প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তবে চালকরা পালিয়েছে।
টুডে-১৯ মে ২০১৮/বিডিএন