জগন্নাথপুরের চাঞ্চল্যকর তারিফ হত্যা মামলায় ৪জনকে যাবৎজীবন দন্ডাদেশ দিয়েছে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এই রায় দিয়েছেন।
আদালত সুত্র জানায়, জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদিপুর গ্রামে বিয়ে সংক্রান্ত বিরোধের জের ধরে ১৯৯৯ সালের ১৭ নভেম্বর রাত অনুমান দেড়টায় তারিফ উল্লার বাড়ীতে কলকলিয়া ইউনিয়নের খাশিলা গ্রামের নোয়াব আলী, কাছা মিয়া, বাছা মিয়া ও খালিক মিয়া সহ দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে সাদিপুর গ্রামে হামলা চালিয়ে ঘটনাস্থলে তারিফ উল্লাহকে খুন করে। এ ঘটনায় ৫জনকে আসামী করে মামলা দায়ের করা হলে দীর্ঘ দিন পর সাক্ষ্য প্রমানের ভিত্তিতে আসামী কাহার মিয়ার বিরুদ্ধে ঘটনার সাথে জড়িত থাকার সত্যতা না থাকায় খালাস প্রদান করা হয় । এবং আসামী নোয়াব আলী, কাছা মিয়া, বাছা মিয়া ও খালিক মিয়াকে যাবৎজীবন দন্ডাদেশ প্রদান করা হয়।
এ ব্যাপারে জেলা ও দায়রা জজ আদালতের পিপি ড.খায়রুল কবির রুমেন দন্ডাদেশের সত্যতা নিশ্চিত করেছেন।