স্টাফ রির্পোটার:
হবিগঞ্জে র্যাব-৯ এর অভিযানে ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে । র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯ সিলেট এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো: মনিরুজ্জামান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান বুধবার ১০ এপ্রিল সন্ধ্যারাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর এএসপি এ.কে.এম কামরুজ্জামানের নেতৃত্বে একটি আভিযানিক দল হবিগঞ্জ জেলার বাহুবল থানার পুঁটিজুড়ী বাজার এলাকা থেকে চুরির মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ জসীম উদ্দিনকে (২৮) গ্রেফতার করেন। ধৃত জসীম উদ্দিন হবিগঞ্জ জেলার সদর উপজেলার চানপুর গ্রামের মৃত তাহির আলীর ছেলে । গ্রেফতারকৃত আসামীকে হবিগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।