স্টাপ রিপোর্টার:-
উপজেলার প্রধান ব্যবসা কেন্দ্র জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী পাটলী ইউনিয়নের মক্রমপুর গ্রামের বাসিন্দা জমিয়ত উলামায়ে ইসলাম নেতা মাওলানা ইমরান আহমদকে ১৫শ কোটি টাকা দেয়ার প্রলোভন দেখিয়ে সাড়ে ৩ কোটি টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় জ্বিনের বাদশা হাফিজ এনামুল হাসানকে পুলিশ গ্রেফতার করেছে। শুক্রবার মধ্যরাতে জগন্নাথপুরের এ এসপি সার্কেল এর নেতৃত্বে পুলিশদল হাফিজ এনামুল হাসানের নিজ বাড়ি জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর গোয়ালগাঁও গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জ্বিনের বাদশা হাফিজ এনামুল হাসান খেলাফত মজলিস এর রাজনীতির সাথে জড়িত এবং সৈয়দপুর গোয়ালগাঁও গ্রামের মৃত আরজু মিয়ার ছেলে। প্রতারনার শিকার মাওলানা ইমরান আহমদ জানান, গ্রেফতারকৃত এনামুল হাসান জ্বিনের বাদশা সেজে বিভিন্ন সময়ে প্রলোভন দেখিয়ে ১৫ শ কোটি টাকা পাইয়ে দেয়ার লোভ দেখিয়ে সাড়ে ৩ কোটি টাকা হাতিয়ে নেয়। এদিকে এঘটনায় পুলিশ জ্বিনের বাদশা আরো ৩ সদস্যকে গত মাসে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে। গ্রেফতারকৃত অন্য ৩ সদস্য হাফিজ এনামুল হাসানের সহযোগিতায় সাড়ে ৩ কোটি টাকা আত্মসাতের ঘটনা পুলিশের কাছে স্বীকার করেছে। বিস্তারিত আসছে—-