স্টাফ রিপোর্টার:-
ব্রাক জগন্নাথপুর ব্রাঞ্চের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে। বুধবার (১৫ মে) উপজেলা সদরের সি/এ মার্কেটস্থ কামাল কমিউনিটি সেন্টারে ব্রাক এর কার্যালয়ে আয়োজিত ইফতার পূর্ব দোয়া মাহফিলে প্রথমেই পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে দেশ ও মুসলিম উম্মার শান্তি ও ব্রাক এর সাথে সংশ্লিষ্ট সকলের দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা কোর্ট জামে মসজিদের মাওলানা আসাদ আহমদ। এসময় ব্রাক এর সিলেট-১ অঞ্চলের রিজিওনাল ম্যানেজার (প্রগতি) হালিমা আক্তার রুবি, ব্রাক এর এলাকা ব্যবস্থাপক (দাবি) মো: তাজ উদ্দিন, জগন্নাথপুর পৌরসভার কাউন্সিলার গিয়াস উদ্দিন মুন্না, জগন্নাথপুর থানার এস আই গোলাম মুর্শেদ ফাত্তাহ চৌধুরী, এলাকা ব্যবস্থাপক (প্রগতি) দেবজিৎ রায়, ব্রাক এর জগন্নাথপুর শাখা ব্যবস্থাপক মিজান সরদার, কলকলিয়া বাজার শাখা ব্যবস্থাপক মো: আকরাম হোসেন, রসুলগঞ্জ বাজার শাখা ব্যবস্থাপক মো: তোফাজ্জল হোসেন, ব্রাক এর পিও (দাবি) তৌহিদুল ইসলাম, পিও (প্রগতি) তানভীর আহমেদ, আব্দুল মজিদ, হুমায়ুন কবির সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।