সর্বশেষ সংবাদ:
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যােগে জগন্নাথপুরে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জগন্নাথপুরে হাওর রক্ষা বাঁধের ২৮নং পিআইসির কাজ শুরু জগন্নাথপুরে হাওর রক্ষা বাঁধের কাজের উদ্বোধন ধনিয়া টাইগারস ইকড়ছই ক্রিকেট ক্লাবের টিম ডাইরেক্টর ইমরান উদ্দিনকে সংবর্ধনা জগন্নাথপুরের কৃতি সন্তান ব্যাডমিন্টন খেলোয়াড় ইশমাম’কে সংবর্ধনা হালিমা খাতুন এডুকেশন ট্রাস্ট’র ১৮তম বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ জগন্নাথপুরে রাইজিং ওয়ারিয়র্স ক্রিকেট ক্লাবের ২০২৪-২০২৫ মৌসুমের জার্সি উন্মোচন করা হয়েছে জগন্নাথপুরে স্টুডেন্ট কেয়ারের শীতবস্ত্র বিতরণ স্পেন বিএনপি নেতা এম এ আজিম উদ্দিনকে জগন্নাথপুর বিএনপি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা মিরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাংচুরের মামলায় আওয়ামীলীগের ৩ নেতার জামিন না মঞ্জুর 

মীরপুর আইডিয়াল ভিলেজ ফোরামের “আইডিয়াল যাকাত ফান্ড”

 

ইসলামের ৫টি মূলভিত্তির অন্যতম হলো যাকাত আদায় করা। নিসাব পরিমান সম্পদের মালিক হলেই যাকাত প্রদান করতে হবে। যারা নিসাব পরিমান সম্পদের মালিক তারা যাকাত আদায় না করলে গুনাগার হবেন এবং পরকালে শাস্তিভোগ করতে হবে।

যাকাত কমবেশি অনেক মানুষ আদায় করেন এবং দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করে থাকেন। কিন্তু যাকাতের মূল উদ্দেশ্য দারিদ্রতা দুর করা। সেই উদ্দেশ্য বা কাজের কাজ কিছুই হচ্ছে না।

বরং যাদেরকে যাকাত দেয়া হয় তাদেরকে প্রতি বছরই যাকাত প্রদান করা হচ্ছে অথচ যাকাত গ্রহীতাগন আর্থিকভাবে একই অবস্থায় জীবন যাপন করছেন। তারা দরিদ্রই রয়ে যাচ্ছেন এর কারন কি? এটা বুজাতে হবে। বুজে শুনে যাকাত প্রদান করতে হবে। হয়ত সঠিক ভাবে যাকাত আদায় হচ্ছেনা বা সঠিক লোকজনদের নিকট যাকাত পৌছছেনা বা গ্রহীতারা যাকাতের সদ্ব্যবহার করছেননা।

প্রকৃতপক্ষে যাকাত আদায় করতে হবে সংঘবদ্ধভাবে। সকল যাকাত দাতা এক জায়গায় যাকাত দিতে হবে। যাকাতের সকল টাকা একটি ফান্ডে জমা করে যাকাত পাওয়ার সঠিক মানুষকে এমন ভাবে দিতে হবে যাতে তার কর্মসংস্থান তৈরী করে আয় রোজগার করতে পারে।

এক সময় নিজে যাকাত দাতা হতে পারে। অনেকে বলতে পারেন আমার নিজের গরীব আত্মীয় স্বজন আছে। তাদের হক্ব, তাদেরকে দিতে হবে। ফান্ডে জমা দিলে তাদের কে দিতে পারবনা। হ্যাঁ নিজের গরীবদের যাকাত দিতে হবে। যারা একটি ফান্ডে যাকাত প্রদান করবেন তাদের গরীব আত্মীয় স্বজনের তালিকা করে ফান্ডে রাখা হউক।

পর্যায়ক্রমে যাকাতের টাকা দিয়ে কর্মসংস্থান সৃষ্টি করে আয় রোজগারের ব্যবস্থা করে একজন একজন করে দেয়া হউক। এক সময় সবাই পাবে। দেখা যাবে কোন একদিন তাদের কাউকে আর যাকাত দেয়া লাগবেনা। তাদের দরিদ্র জীবন থাকবেনা। ওরা সচ্ছল হবে।

নিজেরাই একদিন যাকাত দিতে সক্ষম হবে। এমন কি সেই দরিদ্র লোক গুলি যাকাত দিয়ে দারিদ্র মুক্ত সমাজ গঠনে ভুমিকা রাখবে। সমাজ ও দেশ দারিদ্র মুক্ত হয়ে যাবে।

সেই লক্ষ্যে আইডিয়াল ভিলেজ ফোরাম একটি যাকাত ফান্ড গঠন করেছে। যার নাম হলো “আইডিয়াল যাকাত ফান্ড” এই ফান্ডে আপনাদের যাকাত জমা করতে পারেন।

যাকাতের সঠিক ব্যবহারের মাধ্যমে আমরা দারিদ্র মুক্ত জীবন তৈর করতে নিরলস প্রচেষ্টা করে যাবো। বিশেষ করে মীরপুর ইউনিয়নের সকল যাকাত দাতাগনের নিকট অনুরোধ আপনাদের সকল যাকাত আমাদের ফান্ডে জমা করে মীরপুর ইউনিয়ন কে দারিদ্র মুক্ত ইউনিয়ন গড়তে ভুমিকা রাখুন।

আমরা আপনাদের আমানতের সঠিক ব্যবহার করবো এই প্রতিশ্রুতি দিচ্ছি। সাথে সাথে যাদেরকে আপনারা যাকাত দিতে চান, তাদের তালিকা আমাদের নিকট জমা দিন।

আল্লাহ আপনাদের মঙ্গল করুক। আমীন। মোঃ মুজাক্কির হোসাইন। সভাপতি, আইডিয়াল ভিলেজ ফোরাম।  মোবাইল ০১৭৩১১০৬০৩১. প্রেস বিজ্ঞপ্তি

Spread the love
  • 28
    Shares

এ জাতীয় আরো খবর


পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

Like us on Facebook