স্টাফ রিপোর্টার:
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের অভিযানে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন। এসময় তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা ও নগদ ২হাজার ৪শ ৮০ টাকা উদ্ধার করা হয়েছে। শনিবার (২০ জুলাই) রাত সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লে: কমান্ডার ফয়সল আহমদ এর নেতৃত্বে একটি আভিযানিক দল বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ বাজারের জয়নাল মিয়ার লেপ তোষকের দোকানের সামনে পাঁকা রাস্তার ওপর থেকে মাদক ব্যবসায়ী শুক্কুর মিয়া (২০) ও আল আমিনকে (২৭) গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা ও নগদ ২হাজার ৪শ ৮০টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত শুক্কুর মিয়া বিশ্বম্ভরপুর উপজেলার পুরাতন মুক্তিখলা গ্রামের জয়নুল মিয়ার ছেলে ও আল আমিন একই গ্রামের জজ মিয়ার ছেলে । র্যাব জানান, উদ্ধারকৃত গাঁজা ও গ্রেফতারকৃত আসামীদের বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।