স্টাফ রিপোর্টার:
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯, সদর কোম্পানী, সিলেট ক্যাম্পের অভিযানে বিপুল পরিমান ইয়াবা সহ ২ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন রবিবার (২১ জুলাই) রাত সাড়ে ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯, সদর কোম্পানী, সিলেট ক্যাম্পের মেজর মোঃ শওকাতুল মোনায়েম ও এ এস পি ওবাইন এর নেতৃত্বে একটি আভিযানিক দল সিলেট এসএমপির দক্ষিণ সুরমার রেলওয়ে স্টেশনের টিকেট কাউন্টারের সামনে থেকে ৩ হাজার ৮শ ৫ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী নাজমিন বেগম উরফে তামান্না (২১) ও শহিনুর আক্তারকে (২৮) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাজমিন বেগম উরফে তামান্না সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার উত্তরকুল চৌধুরী পাড়া গ্রামের রিয়ান আহমেদের স্ত্রী ও শহিনুর আক্তার একই উপজেলার গনিপুর গ্রামের আলমগীরের স্ত্রী। র্যাব জানান, গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়ীরা অ্যাংলেটের মাধ্যমে বিশেষ পদ্ধতিতে অবৈধ ইয়াবা বহন করছিল। উদ্বারকৃত ইয়াবা সহ গ্রেফতারকৃতদের দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।