স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুরে নিখোঁজ হওয়া বিএনপির দুই নেতার সন্ধান মিলেছে। আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় জগন্নাথপুর পৌর শহরের হবিবনগর এলাকার বাসিন্দা ঢাকায় বসবাসরত মানবাধিকার সংগঠন এ্যাকসেস ফর হিউম্যান রাইটস ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও হবিবনগর সাউথ পয়েন্ট একাডেমীর চেয়ারম্যান ফকির ইসলাম উদ্দিন রনি জানিয়েছেন নিখোঁজ হওয়া স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুশ শহিদ ও যুবদল নেতা আনছার মিয়া রাজধানী ঢাকার সদরঘাট এলাকায় একটি আইন শৃঙখলা বাহিনীর কাছে রয়েছে। সেখানে তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে।
উল্লেখ্য, মঙ্গলবার একটি বিয়ের অনুষ্টানে যাওয়ার কথা বলে মটরসাইকেল যোগে বাড়ি থেকে বের হয়ে গেলে তারা নিখোঁজ হয়। পরদিন থানায় নিখোঁজ জিডি করা হয়। বিস্তারিত আসছে————————-