স্টাফ রিপোর্টার:
র্যাবের অভিযানে বিপুল পরিমান গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হচ্ছে সুনামগঞ্জ সদর উপজেলার হোসেন নগর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে জহুর আলী (৭০) ও দক্ষিন সুনামগঞ্জ উপজেলার ধনপুর গ্রামের মৃত উস্তার আলীর ছেলে সৈয়দ হোসেন (৩৫)। সোমবার রাত সাড়ে ৮টায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের লেঃ কমান্ডার ফয়সল আহমদ এর নেতৃত্বে সুনামগঞ্জ সদর থানা এলাকায় মাদকদ্রব্য অধিদপ্তরের সাথে যৌথ অভিযান চালিয়ে সুনামগঞ্জ সদর উপজেলার মল্লিকপুরস্থ সিনথিয়া সিএনজি ফিলিং স্টেশনের সামনে রাস্তার উপর থেকে ১০ কেজি গাঁজাসহ জুহুর আলী ও সৈয়দ হোসেনকে গ্রেফতার করা হয়। র্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা এডিশনাল এসপি মো: মনিরুজ্জামান জানান, জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।