জগন্নাথপুর টুডে ডেস্ক:
চলচ্চিত্র অভিনেতা ওমর সানী ও মৌসুমী ঢালিউডের তারকা দম্পতি। ওমর সানির পৈতৃক ভিটা বরিশালের গৌরনদীতে। কিন্তু তার বেড়ে ওঠা ঢাকায়। বিয়ের ২২ বছরেও তাই মৌসুমীর কখনো বরিশালে যাওয়া হয়ে উঠেনি। অবশেষে শ্বশুরবাড়ি দেখে এলেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী।
সম্প্রতি একটি প্রতিষ্ঠানের অতিথি হিসেবে বরিশাল যেতে হয় ঢালিউডের জনপ্রিয় এ দম্পতিকে। সেই সুযোগেই শ্বশুরবাড়ি যাওয়ার সুযোগ হয় মৌসুমীর।
ওমর সানী সাংবাদিকদের বলেন, আমি মনের মধ্যে বরিশালকে অনেক বেশি ধারণ করি।আমার ছেলে ও মেয়ের কাছে বরিশাল নিয়ে অনেক গল্প করি। কাজের চাপে খুব বেশি যাওয়া হয় না।
এমনকি মৌসুমীকে নিয়ে আমার এটাই প্রথম বরিশাল যাওয়া।মনে অনেক শান্তি পেয়েছি। কারণ আমার চাচাতো ভাই ও বোনদের সাথে দেখা হয়েছে। মৌসুমীও অনেক পছন্দ করেছে বরিশাল।
জ.টুডে-২৭ মে ২০১৮/বিডিএন