স্টাফ রিপোর্টার:
র্যাবের অভিযানে ১০বছরের সাজাপ্রাপ্ত আসামী মহিব উল্ল্যাহ (৮০) কে গ্রেফতার করা হয়েছে। তিনি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার নিজ মাগুরুন্ডা গ্রামের মৃত আলিম উল্ল্যার ছেলে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্য সাড়ে ৬টায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান, র্যাব-৯, সিপিসি-২ শ্রীমঙ্গল ক্যাম্পের এ কে এম কামরুজ্জামানের নেতৃত্বে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার লালবাগ আ/এ জনৈক সোফাত মিয়ার বাসার সামনে থেকে জি আর নং-৭৫০/৯৫, বি: ট্রাই: ১৬/৯৬ ধারা-নারী ও মিশু নির্যাতন দমন আইনের ৯ ধারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী মহিব উল্ল্যাহকে গ্রেফতার করা হয়। র্যাব-৯ সিলেটের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো: মনিরুজ্জামান জানান, গ্রেফতারকৃত মহিব উল্ল্যাহকে চুনারুঘাট থাকায় হস্তান্তর করা হয়েছে।