স্টাফ রিপোর্টার::
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯, সদর কোম্পানী (সিলেট) ক্যাম্পের অভিযানে ৮ জুয়াড়ী গ্রেফতারকে গ্রেফতার করেছেন।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯, সদর কোম্পানী (সিলেট) ক্যাম্পের মেজর মোঃ শওকাতুল মোনায়েম এর নেতৃত্বে একটি আভিযানিক দল এসএমপির কোতোয়ালী থানাধীন কুয়ারপাড় পয়েন্ট এর সাদিক মিয়ার চা দোকান এর ভিতর থেকে জুয়া খেলারত অবস্থায়-
রুমন আহমেদ (৩৪), পিতাঃ হাজী মনির মিয়া, সাং- কুয়ারপাড়-৫৩, কোতোয়ালী, এসএমপি, সিলেট, নজরুল ইসলাম (৪৫), পিতা-মৃত আব্দুল আলিম, সাং- লালাদীঘির পশ্চিমপাড়, থানাঃ কোতোয়ালী, এসএমপি, সিলেট, রাশেদ আলী (২৮), পিতা-কদর আলী, সাং- দোয়ালিয়া, থানাঃ বালাগঞ্জ, জেলাঃ সিলেট, বর্তমানে-লালাদীঘিরপাড়, থানাঃ কোতোয়ালী, এসএমপি, সিলেট, কামাল মিয়া (৪০), পিতা- মৃত ইব্রাহিম মিয়া, সাং- লাওরের ঘর, বাধাহাট ইউনিয়ন, থানাঃ তাহিরপুর, জেলাঃ সুনামগঞ্জ, বর্তমানে- টিকরপাড়া, থানাঃ কোতোয়ালী, এসএমিপ, সিলেট, আব্দুর রাজ্জাক (৩০), পিতা- মৃত আব্দুল কাদির, সাং-মৌজপুর, থানাঃ মাধবপুর, জেলাঃ হবিগঞ্জ, বর্তমানে-আ¤¦রখানা, থানাঃ এয়ারপোর্ট, এসএমপি, সিলেট, মনিজুল হোসেন (২৬), পিতা- মৃত ডাঃ হারুনুর রশিদ, সাং- ভাটিপাড়া, থানাঃ দিরাই, জেলাঃ সুনামগঞ্জ, বর্তমানে-গোয়াইপাড়া, থানাঃ এয়ারপোর্ট, এসএমপি, সিলেট, জীবন (৩০), পিতা ঃ যোগেশ, সাং- আশুগঞ্জ বাজার, থানাঃ আশুগঞ্জ, জেলাঃ বি-বাড়িয়া, বর্তমানে-বারী ম্যানশন আ¤¦রখানা, থানাঃ এয়ারপোর্ট, এসএমপি, সিলেট, শিশির সরকার (২৩),পিতাঃ মৃত শীতল সরকার, সাং-টাকাটুকিয়া, থানাঃ তাহিরপুর, জেলাঃ সুনামগঞ্জ, বর্তমানে-আ¤¦রখানা নাহার রেস্টুরেন্টের কর্মচারী, থানাঃ এয়ারপোর্ট, এসএমপি,সিলেটদেরকে জুয়ার সরঞ্জামাদিসহ গ্র্রেফতার করা হয়।
র্যাব জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে এসএমপির কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।