স্টাফ রিপোর্টার :
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান দুই দিনের সফরে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সুনামগঞ্জ আসছেন। মন্ত্রী শুক্রবার ভোর ৫ টা ২০ মিনিটে ট্রেনযোগে সিলেটে এসে পৌছবেন। সেখান থেকে গ্রামের বাড়ি দক্ষিণ সুনামগঞ্জের ডুংরিয়া যাবেন। ওই দিন সকাল ১১ টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলার বিভিন্ন এলাকার হত-দরিদ্র লোকজনদের মধ্যে গভীর নলকূপ বিতরণ অনুষ্ঠানে যোগদান, বিকেল ৩ টায় একই স্থানে বিইইএস এনজিও’র অর্থায়নে জনসাধারণের মধ্যে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে যোগদান করবেন। পরদিন শনিবার (২৮ সেপ্টেম্বর) পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে জেলা প্রশাসন কর্তৃক বৃক্ষ-মেলার উদ্বোধন শেষে সকাল ১১ টায় সুনামগঞ্জ সরকারি কলেজে নবীন বরণ অনুষ্ঠানে যোগদান এবং ছাত্রী হোস্টেল উদ্বোধন করবেন। বেলা ২ টায় সুনামগঞ্জ পল্লী বিদ্যুতের অফিস পরিদর্শন শেষে বিকেল ৩ টায় সুনামগঞ্জ শিল্পকলা একাডেমীতে এনজিও সংস্থা আশা কর্তৃক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের বৃত্তি প্রদান অনুষ্টানে যোগদান করবেন। ওই দিন সন্ধ্যা ৬ টায় সিলেট সরকারি মহিলা কলেজে বরাদ্দকৃত ছাত্রীদের যাতায়াতের যানবাহন বাস উদ্বোধন শেষে ঢাকার উদ্দেশ্য সিলেট ত্যাগ করবেন।