সুনামগঞ্জ অফিস:
নাগরিক সেবা উদ্ভাবনী উদ্যোগ সমূহের জেলা পর্যায়ের ইনোভেশন শোকেসিং উপলক্ষ্যে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) দিনব্যাপী সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের এবং এটুআই প্রোগামের সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষের সামনে এই সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। এছাড়াও বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো.হারুণ অর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শরীফুল ইসলাম, সদর উপজেলার নিবার্হী অফিসার ইসরাত জাহান রুমা প্রমুখ। আলোচনা সভা শেষে জেলা পর্যায়ের ইনোভেশন শোকেসিং উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। এতে সাধারণ মানুষকে সরকারি সেবা গুলো জানান দিতে জেলার সরকারি অধিদপ্তরের সেবা মূলক ৯টি স্টল বসানো হয়। আলোচনা সভা শেষে এই ৯টি স্টল জেলা প্রশাসকের কার্যালয়, সুনামগঞ্জ আঞ্চলিক পাসর্পোট অফিস, সদর উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয়, জেলা শিক্ষা অফিস, দ.সুনামগঞ্জ উপজেলা শিক্ষা অফিস, ইসলামিক ফাউন্ডেশন, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, যুব উন্নয়ন অধিদপ্তর, জগন্নাথপুর উপজেলা পরিষদ, পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল আহাদ। আলোচনা সভায় বক্তারা বলেন, সাধারণ মানুষ যাতে সরকারি কোন সেবা থেকে বঞ্চিত না হয় সেদিকে আমাদের সবাই লক্ষ্য রাখতে হবে। লক্ষ্য রাখতে হবে যাতে কোন মানুষ সেবার নামে হয়রানির শিকার না হয়। কারণ সরকার আমাদের বেতন দিচ্ছে সাধারণ মানুষের সেবা করার জন্য। আর সেই সেবাটি আমাদের সঠিক ভাবে করতে হবে।