বুরহান উদ্দিন সুনামগঞ্জ:
সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের সদর উপজেলা এলজিইডির বাস্তবায়নে ৬৬ লক্ষ টাকা ব্যয়ে নারায়ণতলা বাজার ইসলামপুর রাস্তা পূর্নবাসন ৭৪ লক্ষ টাকা ব্যয়ে আমপাড়া খাইয়ারগাও বাজার রাস্তা পূর্ণবাসন ও ৫৭ লক্ষ টাকা ব্যয়ে আমপাড়া বাজার নারায়ণতলা বাজার রাস্তা পূর্নবাসন কাজের ভিত্তি স্থাপন করেন-জাতীয় সংসদের বিরুধী দলীয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ এমপি। জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ এমপি রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন-বেয়াদব”দূর্নীতিবাজদের শুদ্ধি অভিযান করা হবে। জনগনের ভালবাসায় আগামী দিনেও মানুষের সেবক হয়ে কাজ করে যেতে চাই। জনগণের ভালবাসা পেতে হলে জনগণের কাজ করতে হবে, উন্নয়ন করতে হবে। আমি মানুষের সেবক হিসেবে কাজ করতে চাই।আমি সরকার থেকে আনা প্রত্যেকটি বরাদ্ধ গরীব অসহায় মানুষের হাতে তুলে দিয়েছি। আমি সংসদ সদস্য হওয়ার পর থেকে প্রত্যেক গ্রামে এবং ইউনিয়নে গিয়েছি, গরীব দুখী মানুষের পাশে থেকেছি, প্রত্যেকটি গ্রামগঞ্জের স্কুল মাদ্রসার উন্নয়ন করেছি, গ্রামের মানুষের সুবিধার জন্য রাস্তা ঘাট সহ বিদ্যুৎ দিচ্ছি। ‘আমি সংসদ সদস্য হওয়ার পর থেকে জনগণের সেবায় কাজ করে যাচ্ছি। এ সময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোকসেদ আলী, সদর উপজেলা প্রকৌশল আনোয়ার হোসেন, জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহবায়ক রসিদ আহমদ, আওয়ামী লীগ নেতা মধু মিয়া, সিদ্দিক মিয়া, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক সজ্জাদুর রহমান সাজু, সাবেক ইউপি সদস্য মুক্তিযোদ্ধা অরুন, আব্দুল হাই, ইউপি সদস্য বাচ্চু মিয়া, আবুল খায়ের, আনোয়ার হুসেন, যুবলীগ নেতা আবুল হোসেন, হানিফ মিয়া, জাপা নেতা এরশাদ আহমদ প্রমুখ।