স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে দাঙ্গার প্রস্তুতিকালে বিপুল পরিমান দেশীয় অস্ত্র সহ ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার(৪ নভেম্বর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এস আই অনুজ কুমার দাশের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশদল উপজেলার জগন্নাথপুর পৌর শহরের ইসহাকপুর এলাকার কাহার মিয়ার বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
এসময় পুলিশ তাদের দেহ এবং হেফাজতে রাখা অবৈধ অস্ত্র ১টি পাইপগান, ১টি তলোয়ার, ৫টি রামদা ও বিপুল পরিমান বর্শা, সুলফি ও বল্লম উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে, দিনাজপুর জেলার খানশ্যামা থানার গুলিয়ারা গ্রামের মৃত আবকর আলীর ছেলে আব্দুল মতিন(৪২), জগন্নাথপুর পৌরশহরের বাড়ি জগন্নাথপুর এলাকার মৃত হারিছ উল্লা’র ছেলে শফিকুল ইসলাম খেজর (৩৮), ইসহাকপুর এলাকার আব্দুল আজিজের ছেলে রুহুল আমিন টিপু(২৯), একই এলাকার মৃত আব্দুল গনি’র ছেলে আব্দুল কছির(৪৯), হবিব উল্লা’র ছেলে আব্দুল কাইয়ুম(৫০), মৃত আব্দুল মতিনের ছেলে আব্দুল রশিদ(৪২), মৃত আব্দুল নুরের ছেলে জুয়েল আহমদ(২৯), বাড়ি জগন্নাথপুর এলাকার শামছুল হকের ছেলে মো. এনাম(২৬), সিলেট এসএমপির দক্ষিণ সুরমা উপজেরার বড়ইকান্দি এলাকার তাহির আলী’র ছেলে সুমন আহমদ(৩৮), সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার লামা মহাইল গ্রামের মৃত আজিজুল হকের ছেলে রইছ উদ্দিন(৩০), আব্দুল সত্তারের ছেলে মোহাম্মাদ আলী(৩২), সিরাজুল হকের ছেলে নাছির উদ্দিন(২১), আব্দুল খালেকের ছেলে আল-আমিন(২০)।
স্থানীয় সূত্রে জানা যায়, পৌর শহরের ইসহাকপুর এলাকায় দু’পক্ষে মধ্যে গোষ্ঠিগত দ্বন্দ্ব চলছিল। এনিয়ে একটি পক্ষ ভাড়াটে সন্ত্রাসী এনে দাঙ্গার প্রস্তুতি নিয়েছিল। খবর পেয়ে পুলিশ ইসহাকপুর এলাকার কাহার মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ওই এলাকার বাসিন্দা ও ভাড়াটে সন্ত্রাসীদের অস্ত্র সহ গ্রেফতার করেন।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে এস আই অনুজ কুমার দাশ বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।