বিশেষ প্রতিনিধি::
জনপ্রিয় টেলিভিশন চ্যানেল ‘এনটিভি ইউরোপ’র সিলেট জেলার বিশ্বনাথ উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন এমদাদুর রহমান মিলাদ। গত ২৬ নভেম্বর এনটিভি ইউরোপ কর্তৃপক্ষ তাকে এই নিয়োগ প্রদান করেন। গত বৃহস্পতিবার নিয়োগপত্রটি তার হাতে এসে পৌছায়। এমদাদুর রহমান মিলাদ দীর্ঘদিন ধরে দৈনিক সিলেটের ডাক-এর বিশ্বনাথ উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন। এছাড়া বিশ্বনাথের প্রথম অনলাইন নিউজ পোর্টাল ‘বিশ্বনাথ নিউজ ২৪ ডটকম’র সম্পাদক ও প্রকাশকের দায়িত্বে রয়েছেন এবং বিশ্বনাথ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। বিশ্বনাথে এনটিভি ইউরোপ এর সংবাদ সংক্রান্ত প্রয়োজনে ০১৭১৭-৬৮২৬৫৫ মোবাইল নাম্বারে তার সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।