সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান বলেছেন, এলাকার উন্নয়নের জন্য মানুষ আমাকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করেছেন। আমি জনগণের সেবক হিসেবে কাজ করে যেতে চাই। সরকারের পাশাপাশি প্রবাসীরা এলাকার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন। এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে তিনি প্রবাসীদের প্রতি আহবান জানান।
তিনি শুক্রবার দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের হযরত শাহজালাল (রহ.) দারুছসুন্নাহ পনাউল্লাহ বাজার হাফিজিয়া মাদ্রাসা এবং মুহাম্মদিয়া বোডিং ও এতিমখানা ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেলের সভাপতিত্বে ও মাদ্রাসার বোডিং প্রধান হাফিজ মাওলানা শাহিনুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন হাফিজ মাওলানা ফখর উদ্দিন চৌধুরী ফুলতলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সৎপুর কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসা সুপার হাফিজ আব্দুল কাদির।
বিশেষ অতিথি ছিলেন- বড়তলা মাজহারিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নাজমুল ইসলাম, পৌদনাপুর হাফিজিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আজিজুর রহমান, আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আজম আলী, ছমিপুর দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা নুরুল ওয়াহিদ, রাজাগঞ্জ হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ মুস্তফা আহমদ, ভূরকি হাফিজিয়া হাবিবিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা শফিকুর রহমান, কবি রফিকুল ইসলাম মুবিন,
এলাহাবাদ আলিম মাদ্রাসার শিক্ষক হাফিজ ওলিউর রহমান, রামসুন্দর সরকারি অগ্রগামি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফয়জুল ইসলাম, বড়তলা মাজহারিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা হাবিবুর রহমান, মাওলানা জয়নাল আবেদীন, জয়নগর জামে মসজিদের খতিব মাওলানা মাশুক আহমদ, রামপুর হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফিজ ছাদিকুর রহমান, আঞ্জুমানে তালামিযে ইসলামিয়া সিলেট জেলা পশ্চিম শাখার সাধারণ সম্পাদক কবির আহমদ, বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ আবুল কাশেম, সংগঠক রফিক আহমদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি