ডেস্ক নিউজ::
বাংলাদেশে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের নিজ দেশে ফিরে যেতে বলেছে ঢাকার যুক্তরাজ্যের হাইকমিশন। শুক্রবার (২৭ মার্চ) হাইকমিশনের এক বার্তায় এই উপদেশ দেয়া হয়। যুক্তরাজ্যের হাইকমিশনের বার্তায় নিজ দেশের নাগরিকদের উদ্দেশ্যে বলা হয়, ‘বাংলাদেশে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের উদ্দেশ্যে বলছি: ঢাকা থেকে লন্ডন ও ম্যানচেস্টারের ফ্লাইট এখনো সচল। আমরা আপনাকে যুক্তরাজ্যে ফিরে যাওয়ার উপদেশ দিচ্ছি। বাংলাদেশের সঙ্গে শুধু লন্ডন, ম্যানচেস্টার, হংকং, চীন ও থাইল্যান্ডের বিমান যোগাযোগ চালু রয়েছে।