স্টাফ রিপোর্ট:
সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র বলেছেন ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং কার্যক্রম সক্রিয় থাকার কারনে মাদক জঙ্গিবাদ সহ সমাজের সকল প্রকার অপরাধ প্রতিরোধ করা সম্ভব হচ্ছে। এ ক্ষেত্রে পুলিশ ও জনগনের পারস্পরিক সর্ম্পকের মাধ্যমে সমাজ থেকে অপরাধ প্রবণতা প্রতিরোধের মাধ্যমে দেশ ও সমাজকে একটি সুশৃংখল অবস্থানে নিয়ে আসা সম্ভব হবে।
তিনি বলেন খারাপ লোক, চোর ও ডাকাতদের দল আছে। এরকম একেকটা খারাপ লোকদের একেকটা সিন্ডিকেট দল এবং গ্রুপ আছে। কিন্তু সমাজের ভালো লোকজন হচ্ছেন নি:সঙ্গ একাকি। ভালো লোকের কোন দল নেই। ক্রমান্বয়ে খারাপ লোকদের হাতে আমাদের সামাজিক নেতৃত্ব চলে যাচ্ছে। দুষ্ট চক্র আমাদেরকে প্রতিনিয়ত অশান্তিতে রাখছে, এদেরকে প্রতিরোধ করতে হবে।
এজন্য আমরা সকলে মিলে দেশ ও সমাজকে সুন্দর করে চালাতে অপরাধ প্রতিরোধে স্বোচ্ছার হতে হবে। তিনি মাদকসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড প্রতিরোধে পুলিশকে সহযোগিতা করার জন্য জনসাধারনের প্রতি আহবান জানান। তিনি (রবিবার ২২-এপ্রিল) দুপুরে থানা ক্যাম্পাসে জগন্নাথপুর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র সারা দেশে আইন শৃংখলা পরিস্থিতি ভাল রয়েছে উল্লেখ করে তিনি বলেন সাম্প্রতিক সময়ে জগন্নাথপুরে অপরাধ প্রবণতা প্রতিরোধে বিশেষ ভুমিকার জন্য থানার ওসি হারুন অর রশীদ চৌধুরী সহ কর্মরত সকল অফিসার ফোর্সদের প্রতি অভিন্দন জানিয়ে গুরুত্বের সাথে অর্পিত দায়িত্ব সততা ও দক্ষতার সাথে চালিয়ে যাওয়ার আহবান জানিয়ে সভায় উপস্থিত বিভিন্ন পেশার নেতৃবৃন্দের প্রতি অভিন্দন জানান। বিশেষ অতিথির বক্তব্যে সুনামগঞ্জের পুলিশ সুপার বরকতুল্লাহ খান, আট আউলিয়ার স্মৃতি ধন্য সাধক কবি রাধারমণ দত্ত সহ জ্ঞানী গুনীজনদের জন্মভুমি প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলাটি হচ্ছে একটি অন্যতম উপজেলা ।
বিচ্ছিন্ন ২/১টি ঘটনা ছাড়া আইন শৃংখলা পরিস্থিতি স¦াভাবিক আছে। তিনি বলেন পুলিশ-জনগন এখন বন্ধু এরকম একটা অবস্থানে আমাদের কাজ চলছে। তিনি বলেন অতীতে এধরনের মত বিনীময়সভা হত না, ফলে পুলিশকে জনগন ভীতিজনক ভাবে দেখত এখন সে অবস্থা আর নেই। তিনি জেলা ব্যাপী মাদক প্রতিরোধে জিহাদ ঘোষনা করে বলেন একাটি সুন্দর সমাজ বির্নিমানে অপরাধ প্রবণতা প্রতিরোধে পুলিশকে সহযোগীতা করার জন্য জনসাধারনের প্রতি আহবান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী সিদ্দিক আহমদ জগন্নাথপুরে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে উল্লেখ করে শহরের যানজট নিরসন সহ মিথ্যা মামলায় কোন লোক যেন হয়রানীর শিকার না হয় এজন্য পুলিশ প্রশাসনের দৃষ্টি আর্কষন করেন।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরীর সভাপতিত্বে ও সেকেন্ড অফিসার সাইফুল আলমের পরিচালনায় বিশেষ অথিতির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, জগন্নাথপুর পৌরসভার মেয়র আব্দুল মনাফ, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মোশাহিদ, সহ-সভাপতি ও কমিউনিটি পুলিশিং সভাপতি আনহার মিয়া, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য তৈয়ব মিয়া কামালী, পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মখলুছ মিয়া, দৈনিক যুগান্তর প্রতিনিধি সানোয়ার হাসান সুনু, দৈনিক ইত্তেফাক ও দৈনিক সবুজ সিলেট প্রতিনিধি মো: আব্দুল হাই, উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক শফিক, পাইলগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আপ্তাব উদ্দিন, পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলার তাজিবুর রহমান, ৪নং ওয়ার্ড কাউন্সিলার কাউন্সিলার দিলোয়ার হোসেইন, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক দৈনিক সুনামকন্ঠ প্রতিনিধি শাহজাহান মিয়া, পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনু মোহাম্মদ মতছির, উপজেলা জাতীয় র্পাটির নেতা আব্দুল মনাফ, উপজেলা যুবলীগের সহ সভাপতি এম ফজরুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা কয়ছর রশীদ, লাইটেস শ্রমিক নেতা আজিজ মিয়া প্রমূখ।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম, চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান আরশ মিয়া, আশারকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আইয়ুব খান, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন ভুইয়া, জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূইয়া, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আবুল হোসেন লালন, জগন্নাথপুর পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলার গিয়াস উদ্দিন মুন্না, ১নং ওয়ার্ড কাউন্সিলার খলিলুর রহমান, জগন্নাথপুর বাজার তদারক কমিটির সেক্রেটারী জাহির উদ্দিন, সাংবাদিক তাজ উদ্দিন আহমদ,সাংবাদিক অমিত দেব, সাংবাদিক আলী আহমদ, সাংবাদিক হুমাযুন কবির, সাংবাদিক গোবিন্দ দেব, সাংবাদিক বিপ্লব দেব নাথ, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক দ্বিপাল কান্তি দে দিপাল, পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জমশেদ মিয়া তালুকদার, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর,
রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুন্দর আলী, সাধারন সম্পাদক ডা: ছদরুল ইসলাম, আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজাদ কাবেরী, সাধারন সম্পাদক আবুল কয়েছ ইসরাইল,এস আই হাবিবুর রহমান হাবীব, এস আই কবির উদ্দিন, এস আই হাবিবুর রহমান, এস আই লুতফুর রহমান, এস আই অঞ্জন সরকার,এস আই সাইফুর রহমান, এস আই গোলাম র্মোশেদ চৌধুরী ফাত্তাহ, এ এস আই শাহজামাল, এ এস আই আফছার, এ এস আই, ফিরুজ, এ এস আই শাহিন চৌধুরী, এ এস আই সাদেকুর রহমান, এ এস আই আবুল হোসেন, এ এস আই তপন দেব, এ এস আই মোসাহিদ, এ এস আই প্রনয় নাল, এ এস আই অরুন কুমার সিংহ, এ এস আই বেলাল আহমদ সহ বিভিন্ন শ্রেনী পেশার বিপুল সংখ্যক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভার শুরুতে কোরআন থেকে তিলাওয়াত করেন থানা মসজিদের ইমাম মাওলানা আনোয়ার হোসেন।
সভায় থানা এলাকার ভাটি অঞ্চলে বর্ষা মৌসুমে টহল জোরদার করনসহ দ্রুত যাতাযাতের জন্য পাইলগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আপ্তাব উদ্দিন তার ব্যবহৃত স্পীড বোটটি জগন্নাথপুর থানায় প্রদান করার ঘোষনা দেয়ায় তাকে অভিনন্দন জানানো হয়। এছাড়াও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হারুনুর রশীদ চৌধুরী কর্তৃক থানা এলাকা থেকে মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে বিশেষ ভুমিকার জন্য সভায় তাকেও অভিনন্দন জানানো হয়।
এদিকে সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র দুপুরে থানা ক্যাম্পাসে পৌছলে সুনামগঞ্জের পুলিশ সুপার বরকতুল্লাহ খান ও জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) সহ পুলিশ কর্মকর্তাবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান। পরে থানা প্যারেড গ্রাউন্ডে অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র ও পুলিশ সুপার বরকতুল্লাহ খানকে অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুন অর রশীদ চৌধুরীর নেতৃত্বে চৌকস পুলিশ সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন ।
জগন্নাথপুরটুডে বিডিএন ২৫.০৪.১৮